জাতীয়
ঢাকা-৫ আসনের এমপি হাবীবুর রহমান মোল্লা মারা গেছেন
ঢাকা-৫ আসনের এমপি হাবীবুর রহমান মোল্লা বুধবার সকালে রাজধানীর একটি হাসপাতালে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২।
তার জামাতা জামাল উদ্দিন জানান, স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টা ৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
হাবীবুর রহমান মোল্লা শ্বাস প্রশ্বাসের সমস্যা এবং কিডনি জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন, যোগ করেন তিনি।
১৯৯৬ সালে ঢাকা-৪ আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন হাবিবুর রহমান মোল্লা। ২০০১ সালের সাধারণ নির্বাচনে ওই আসন থেকে হারলেও নির্বাচন কমিশনের সীমা পুনর্নির্ধারণের কারণে তার এলাকা ঢাকা-৫ আসন হয়ে যায়। পরে ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে তিনি টানা তিনবার এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তার বড় ছেলে মশিউর রহমান সজল মোল্লা ডেমরা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।