রাজনীতি

ঢাকা-৫ উপনির্বাচনে এজেন্টদেরকেও ভোট দিতে দেয়নি আওয়ামী সমর্থিত সন্ত্রাসীরাঃ জাপা প্রার্থী

‘১৭ অক্টোবর ঢাকা-৫ উপনির্বাচনে নির্বাচনের নামে প্রহসন করা হয়েছে বলে অভিযোগ করেছেন লাঙ্গলের প্রার্থী ও জাপার প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ।

তিনি বলেন, ভোট কেন্দ্রে আমাদের কোনো পোলিং এজেন্টকে ঢুকতে দেয়া হয়নি, আর যারা ঢুকেছিল তাদেরকেও বের করে দেয়া হয়েছে। সাধারণ ভোটারতো দুরের কথা আমাদের কোনো এজেন্টদেরকেও ভোট দিতে দেননি সরকার সমর্থিত সন্ত্রাসী কিশোরগ্যাংরা।’

সোমবার (১৯ অক্টোবর) বিকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

আসুদ বলেন, ‘বর্তমান পরিবেশে কোনো সভ্য ও ভদ্র মানুষের পক্ষে নির্বাচন করা অসম্ভব হয়ে পড়েছে। আমাদের কর্মীদের উপর অত্যাচার এখনও অব্যাহত রয়েছে।’ সবকিছু পুলিশের সামনেই হয়েছে কিন্তু তারা কোন ভূমিকা নেয়নি বলেও অভিযোগ করেন জাপা প্রার্থী ।

বর্তমান নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় উল্লেখ করে জাপার এই নেতা বলেন, ‘এ নির্বাচন বাতিল করার দাবি জানিয়ে ইতিমধ্যে আমি লিখিত অভিযোগ দায়ের করেছি।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান খান, সাংগঠনিক সম্পাদক আমির উদ্দিন ঢালু, ফখরুল আহসান শাহাজাদা, শাহ আলম তালুকদার প্রমুখ ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − nine =

Back to top button