স্বাস্থ্য ও চিকিৎসা

ঢাবিতে ১০ টাকায় পাওয়া যাবে স্যানিটারি ন্যাপকিন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ডাকসুর উদ্যোগে ও এসিআইয়ের সহযোগিতায় শুরু হয়েছে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপনের কাজ। ক্যাম্পাসের মেয়েদের সুবিধার্থে ক্যাম্পাসের ১০টি স্পটে স্থাপন করা হবে এই মেশিন। শিগগিরই ভেন্ডিং মেশিনের কার্যক্রম অনুষ্ঠানিক উদ্বোধন করবে ডাকসু।

জানা যায়, ভেন্ডিং মেশিন থেকে যে কোনো সময় ছাত্রীরা ১০ টাকার নোট দিয়ে স্যানিটারি ন্যাপকিন সংগ্রহ করতে পারবেন। ২০০১ সালের পর থেকে প্রচলিত যে কোনো ১০ টাকার নোট দিলেই একটি ন্যাপকিন বেড়িয়ে আসবে। যার বাজার মূল্য প্রায় ১৪ টাকা। দাম বৃদ্ধি পেলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা ১০ টাকায় এই সেবাটি পাবেন। মেশিনের পাশেই দুইটি ডিসপোজাল বিন এবং দুইটি তোয়ালে দেওয়া থাকবে। স্যানিটারি ন্যাপকিন বিক্রি ও যে কোনো সমস্যা সমাধানে প্রতিটি ভেন্ডিং মেশিনের কাছে একমাস একজন নারী অপারেটর থাকবেন, খবর অধিকার নিউজ।

এ বিষয়ে জানতে চাইলে ডাকসু সদস্য তিলোত্তমা সিকদার বলেন, ডাকসুর নির্বাচনি ইশতেহারে ঢাবি ছাত্রীদের জন্য স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিনের ব্যবস্থা করব বলে প্রতিশ্রুতি দিয়েছিলাম। সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন হতে চলেছে। ঠিকটাক কাজ চললে আশা করি আগামী ৪ ডিসেম্বর এগুলো আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হতে পারে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

ক্যাম্পাসের কোনো কোনো স্থানে এগুলো বসানো হচ্ছে এমন প্রশ্নের উত্তরে তিলোত্তমা বলেন, ক্যাম্পাসের বিভিন্ন স্থানে মোট ১০টি মেশিন স্থাপন করা হবে। এর মধ্যে ছাত্রীদের ৫টি হলে একটি করে মোট ৫টি, টিএসসিতে একটি, কলাভবনের কমনরুমে একটি, বিজনেস অনুষদে একটি, সায়েন্স লাইব্রেরিতে একটি ও চারুকলায় একটি। এরমধ্যে ৬টি মেশিন স্থাপন করা হয়েছে। বাকি চারটি মেশিন স্থাপনের কাজ চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five − 4 =

Back to top button