ঢামেকের করোনা ইউনিটে আজ একদিনেই ২০ জনের মৃত্যু!
দেশে প্রতিদিনই বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল সূত্রে জানা গেছে, আজ শুক্রবার সেখানকার করোনা ইউনিটে ২০ জনের মৃত্যু হয়েছে। অবশ্য এর মধ্যে চারজনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি ছিল। বাকিরা করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।
এর আগে গত দুই দিনে ঢামেক হাসপাতালের করোনা ইউনিটে ৩৩ জনের মৃত্যু হয়। তাদের মধ্যে কোভিড-১৯ পজিটিভ ছিল পাঁচজন। বাকিরা করোনার উপসর্গ নিয়ে মারা যান। ৩৩ জনের মধ্যে নারী ছিলেন চারজন।
এদিকে, ঢামেক হাসপাতালের আরেকটি সূত্রে জানা গেছে, সেখানে ৬ জন করোনারোগী প্লাজমা থেরাপি দেয়া হয়েছে। তারা শ্বাসকষ্টে ভুগছেন।
ঢামেক হাসপাতালের প্লাজমা থেরাপির সাব-কমিটির প্রধান অধ্যাপক ডা. এম এ খান বিষয়টি নিশ্চিত করে জানান, প্লাজমা থেরাপি দেয়ার পর তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। তিনি ওই হাসপাতালের হেমাটোলজি বিভাগেরও প্রধান।