অপরাধ ও দূর্ঘটনা

তথ্যমন্ত্রীকে নিয়ে ভুয়া পোস্ট, তাও আবার সময় টিভির নাম ব্যবহার করে!

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদকে নিয়ে ফেসবুকে ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে, তাও আবার সময় টেলিভিশনের নাম ব্যবহার করে।

সময় টিভিকে সূত্র উল্লেখ করে ফেসবুকে ছড়ানো হচ্ছে যে, তথ্যমন্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত। তবে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো এমন তথ্যকে সম্পূর্ণ ভুয়া বলে জানানো হয়েছে মন্ত্রীর পক্ষ থেকে। অন্যদিকে এই ভুয়া পোস্ট ছড়ানোর ক্ষেত্রে সময় টেলিভিশনের নাম ব্যবহার করায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে সময় মিডিয়া লিমিটেডের পক্ষ থেকে।

শনিবার (৬ জুন) শাহরিয়া নাজিম শাওন নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে করা এক পোস্টে লেখা হয়, ‘তথ্য মন্ত্রী এর করোনা ভাইরাস পজেটিভ এসেছে, সূত্র: সময় টিভি’। মুহূর্তেই ওই পোস্টটি ফেসবুকে ভাইরাল হয়। এরপর একাধিক ফেসবুক অ্যাকাউন্ট ও গ্রুপে ভুয়া ও বিভ্রান্তিকর এ তথ্যটি পোস্ট করা হয়।

বিষয়টি নজরে আসার পর সময় টেলিভিশন কর্তৃপক্ষ রাজধানীর কলাবাগান থানায় একটি জিডি করে; যার নম্বর ২২৪। জিডিতে বলা হয়, সম্প্রতি সময় টিভির নাম ব্যবহার করে তথ্যমন্ত্রী হাছান মাহমুদকে নিয়ে ফেসবুকে ভুয়া পোস্ট ছড়ানো হচ্ছে। তবে সময় টিভিতে মন্ত্রীকে নিয়ে এ ধরণের কোনো সংবাদ প্রচার করা হয়নি। এ ধরণের পোস্ট একদিকে যেমন মন্ত্রী সম্পর্কে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে অন্যদিকে সময় টিভির নাম ব্যবহার করায় প্রতিষ্ঠানটির ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে।

প্রসঙ্গত, যে অ্যাকাউন্টটি থেকে পোস্টটি প্রথম শেয়ার করা হয় সেটি হলো, https://www.facebook.com/SH40NBSL

এ বিষয়ে তথ্যমন্ত্রীর সহকারী কাওসার বলেন, ‘স্যার দুপুরে রাজধানীর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিয়েছেন। এছাড়া বিকেলেও একটি অনুষ্ঠানে অংশ নিয়েছেন। এ ধরণের পোস্ট ভিত্তিহীন ও বানোয়াট।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − 12 =

Back to top button