ক্রিকেটখেলাধুলা

তামিম দুর্দান্ত অধিনায়ক হবে : সঞ্জয় মাঞ্জরেকার

অনেক বড় দায়িত্ব নিয়ে জাতীয় ওয়ানডে দলের অধিনায়ক হয়েছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। কারণ তার আগের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা হলেন সফলতম। অধিনায়ক হিসেবেও ছিলেন তুমুল জনপ্রিয়। করোনাভাইরাসের কারণে তামিম তার নেতৃত্বের ছটা দেখাতে পারেননি। তবে ভারতীয় ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকার মনে করেন, তামিম দুর্দান্ত অধিনায়ক হবেন। ক্রিকইনফোর আয়োজনে এক লাইভ শোতে এই আশা ব্যক্ত করেছেন মাঞ্জরেকার।

আন্তর্জাতিক ক্রিকেটে ১৩ বছর কাটিয়ে দেওয়ার পর গত মার্চে বাংলাদেশ ওয়ানডে দলের নেতৃত্ব পেয়েছেন তামিম। যদিও এর আগে তিনি ভারপ্রাপ্ত হিসেবে টেস্ট ও ওয়ানডেতে দলকে নেতৃত্ব দিয়েছেন। নেতৃত্বে আসতে এত দেরি হলো কেন- এমন প্রশ্নের জবাবে তামিম বলেন, ‘নেতৃত্ব আমাকে কখনোই আকর্ষণ করেনি। অনেকেরই স্বপ্ন থাকে দেশকে নেতৃত্ব দেওয়ার। আমার বরাবরই মনে হয়েছে, পারফরম্যান্স দিয়ে দলকে নেতৃত্ব দিতে পারাই যথেষ্ট। নেতৃত্ব দিতে অধিনায়ক হওয়া জরুরি নয়।’

তিনি আরও বলেন, ‘এবার যখন সুযোগটি এলো, আমার কোচদের একজন বললেন, চেষ্টা কর। করে দেখ। না বলে দেওয়া সহজ, কিন্তু পরে আক্ষেপ হতে পারে যে, সুযোগ থাকার পরও দেশকে নেতৃত্ব দেইনি। ভিন্ন কিছুও তো হতে পারে। চেষ্টা করে দেখো। ভালো না লাগলে তো সুযোগ আছেই, যে কোনো সময় বোর্ডকে গিয়ে বললেই হবে যে যথেষ্ট ভালো করছি না।’

দলের ভাবনাকেই সবার আগে প্রাধান্য দেওয়ার প্রত্যয় শোনা যায় তামিমের কণ্ঠে, ‘আমি এমন একজন, যা কিছুই করি, সবসময় হৃদয় উজাড় করে করি। অধিনায়কত্বে আমি খুব অভিজ্ঞ নই, ঘরোয়া ক্রিকেটেও খুব করিনি। আমি তাই ভুল করতে বাধ্য। তবে যা কিছুই করি, এটা নিশ্চিত যে দলকে সবার ওপরে প্রাধান্য দেব, তারপর বাকি সব। যদি আমি দায়িত্বের প্রতি সুবিচার করতে পারি, তাহলে চালিয়ে যাব। যদি না পারি, আমি নিজেই বলব, ধন্যবাদ।’

তামিমের দীর্ঘ বক্তব্য শুনে মাঞ্জরেকার বলেন, ‘নেতৃত্ব পেতে হয়তো তোমার অনেক সময় লেগেছে। তবে ছোট্ট এই আলোচনা থেকে আমি যা বুঝতে পারছি, এটিই তোমার জন্য সঠিক সময়। মনে হচ্ছে, মানসিকভাবে খুব ভালো অবস্থায় আছ। তোমার সঙ্গী অভিজ্ঞতা। আমার মনে হয় তুমি খুব ভালো করবে। বাংলাদেশকে সামনে এগিয়ে নেওয়ার জন্য সঠিক ধারণা তোমার আছে। আজকে আমার ভবিষ্যদ্বাণী, তুমি দুর্দান্ত অধিনায়ক হবে। গত কয়েক বছর ধরে এমনিতেই তোমরা কিছু ভালো অধিনায়ক পেয়েছ। এটা বলা যায় যে, বাংলাদেশে কিছু ভালো অধিনায়ক ছিল।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − thirteen =

Back to top button