আন্তর্জাতিক

তালেবানকে নিয়েই আঞ্চলিক সম্মেলনের ঘোষণা পাকিস্তানের

আফগানিস্তান ইস্যুতে প্রতিবেশী দেশ নিয়ে তৃতীয় সম্মেলন করতে যাচ্ছে পাকিস্তান। এবারের বৈঠকে প্রথমবারের মতো আমন্ত্রণ জানানো হবে কাবুলের নিয়ন্ত্রণ নেয়া তালেবানকেও।

বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন পাক পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি।

পার্সটুডে জানায়, পাকিস্তানের সংসদে পররাষ্ট্র সম্পর্ক সংক্রান্ত কমিটির এক বৈঠকে সম্ভাব্য সম্মেলনের বিষয়ে জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী। এর আগে গত ১৮ সেপ্টেম্বর প্রথম দফায় ইসলামাবাদে এবং ২৭ অক্টোবর তেহরানে দ্বিতীয় দফা সম্মেলন অনুষ্ঠিত হয়।

আন্তর্জাতিক স্বীকৃতি না পাওয়ায় আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলোর ওই দুই সম্মেলনে অংশ নিতে পারেনি তালেবান সরকার। তাতে কাবুলে অংশগ্রহণমূলক সরকার প্রতিষ্ঠায় রাজনৈতিক পক্ষগুলোকে সুযোগ দিতে তালেবানের প্রতি আহ্বান জানানো হয়। এখনো স্বীকৃতি না পেলেও এবারের সম্মেলনে তালেবানকে আমন্ত্রণ জানানো হচ্ছে।

সম্প্রতি আফগানিস্তানে দুই দশকের পশ্চিমা আগ্রাসনের সমাপ্তি ঘটে তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্রের শান্তি চুক্তির মধ্য দিয়ে। এরমধ্যেই চলতি বছরের গত ১৫ আগস্ট কাবুলের নিয়ন্ত্রণ নেয়ার মাধ্যমে দেশটির ক্ষমতায় ফেরে তালেবান। এর প্রেক্ষিতে যুদ্ধবিধ্বস্ত আফগানের উন্নয়নে সহযোগিতা করতে কয়েক দফা বৈঠক করেছে প্রতিবেশী দেশগুলো।

প্রতিবেশী এসব দেশের মধ্যে রয়েছে- চীন, পাকিস্তান, ইরান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তান। এসব সম্মেলনে দেখা যায়নি আরেক প্রতিবেশী ভারতকে, দেশটি আলাদা বৈঠকের আয়োজন করলেও তাতে দেখা যায়নি চীন-পাকিস্তানকে। ফলে বৃহৎ দুই প্রতিবেশীকে ছাড়া নয়াদিল্লির উদ্যোগের সফলতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে এরইমধ্যে।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six + 15 =

Back to top button