তালেবানদের স্বীকৃতি বা নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নিতে যাচ্ছে জি-৭
উন্নত দেশের সংগঠন জি সেভেনের নেতারা এক ভার্চুয়াল বৈঠকে বসছেন। মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাওয়া ভার্চুয়াল এই বৈঠকে তালেবান নিয়ন্ত্রিত আফগানিস্তানকে স্বীকৃতি বা নিষেধাজ্ঞার সিদ্ধান্তে সব নেতা সম্মিলিতভাবে একক সিদ্ধান্ত নেবেন।
ব্রিটেনভিত্তিক আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স দুই কূটনীতিক সূত্রের বরাত দিয়ে জানায়, আফগানিস্তানের ওপর নিষেধাজ্ঞা বা তালেবান নিয়ন্ত্রিত দেশটিকে স্বীকৃতি যে সিদ্ধান্তই নেয়া হোক না কেন, সবগুলো দেশ সম্মিলিতভাবে একক একটি সিদ্ধান্ত নেয়ার পরিকল্পনা করা হয়েছে।
জি সেভেন অন্তর্ভুক্ত দেশগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ইতালি, ফ্রান্স, জার্মানি, কানাডা এবং জাপান।
দীর্ঘ দুই দশক আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের দখলের পর ২০২০ সালের ফেব্রুয়ারিতে কাতারের দোহায় এক শান্তিচুক্তির মাধ্যমে দেশটি থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার করতে সম্মত হয় ওয়াশিংটন। এর বিপরীতে আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় অংশ নিতে তালেবান সম্মত হয়।
চুক্তি অনুসারে ক্ষমতাসীন থাকা মার্কিন সমর্থনপুষ্ট আফগান সরকারের সমঝোতার জন্য তালেবান চেষ্টা করলেও দুই পক্ষের মধ্যে কোনো সমঝোতা হয়নি। এর পরিপ্রেক্ষিতে চলতি বছর মার্কিন সৈন্য প্রত্যাহারের মধ্যে পুরো দেশের নিয়ন্ত্রণে অভিযান চালাতে শুরু করে তালেবান। মে থেকে অভিযান শুরুর পর সাড়ে তিন মাসের মাথায় ১৫ আগস্ট রাজধানী কাবুলের অধিকার নেয় তালেবান যোদ্ধারা।
সূত্র : আলজাজিরা