Lead Newsক্রিকেটখেলাধুলা

তাসকিনের বিশ্বরেকর্ড !

টি-টোয়েন্টি ম্যাচে একাই সাত উইকেট !

ব্যক্তিগত ক্যারিয়ার, ঘরোয়া, এমনকি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও অনন্য উচ্চতায় উঠেছেন বাংলাদেশি পেসার তাসকিন আহমেদ

বিপিএল ২০২৫ এ ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে একাই সাত উইকেট নিয়ে রেকর্ড বইয়ের একাধিক জায়গায় স্থান করে নিয়েছেন দুর্বার রাজশাহীর তাসকিন আহমেদ। বোলিং বিশ্লেষণ ৪-০-১৯-৭।

এটিই বাংলাদেশের কোনো বোলারের সেরা বোলিং পারফরম্যান্স। বিপিএলের ইতিহাসেও এটি সেরা বোলিংয়ের রেকর্ড।

বাংলাদেশের বোলারদের মধ্যে বিপিএলে সেরা বোলিংয়ের রেকর্ডটি এতদিন ছিল রংপুর রাইডার্সের হয়ে আবু হায়দারের (৫/১২)।

আন্তর্জাতিক ও যেকোনো ধরনের স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে মাত্র তৃতীয় বোলার হিসেবে ৭ উইকেট নিয়ে ক্যারিয়ারসেরা বোলিংয়ে আজ বিশ্বরেকর্ডও গড়েছেন ডানহাতি এই পেসার।

গত বছর চীনের বিপক্ষে ৮ রান খরচায় ৭ উইকেট নেওয়ার নজির গড়েন মালেয়েশিয়ার পেসার সিয়াজরুল ইদ্রুস। তার আগে ইংল্যান্ডের টি-টোয়েন্টি ব্লাস্টে লেস্টারশায়ারের হয়ে বার্মিংহ্যাম বিয়ার্সের বিপক্ষে ১৮ রানে ৭ উইকেট নিয়েছিলেন কলিন আকারম্যান।

টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের সেরা বোলিংয়ের রেকর্ড ছিল সাকিব আল হাসানের। ২০১৩ সালে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে বারবাডোজ ট্রাইডেন্টসের হয়ে ৬ রানে ৬ উইকেট নিয়েছিলেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × one =

Back to top button