আন্তর্জাতিক

তুরস্কের ওপর নিষেধাজ্ঞার হুঁশিয়ারি ইউরোপীয় ইউনিয়নের

ভূমধ্যসাগরীয় অঞ্চলে সামুদ্রিক সীমানা এবং জ্বালানি সম্পদ নিয়ে গ্রিসের সঙ্গে বিবাদের জেরে উসকানিমূলক কর্মকাণ্ডের জন্য তুরস্কের ওপর নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।

শুক্রবার ব্রাসেলসে ইইউ নেতাদের সঙ্গে বৈঠকের পর, ইউরোপীয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা জানান, জ্বালানি সম্পদ ও সমুদ্রসীমা নিয়ে গ্রীসের বিরুদ্ধে উসকানিমূলক আচরণ করছে তুরস্ক। আঙ্কারাকে একতরফা উসকানি কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।  

তিনি আরও বলেন, তুরস্কের সঙ্গে একটি ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ইইউ। আর তা আঙ্কারার স্বার্থেও অনেক প্রয়োজন। এটা কেবল উসকানি ও চাপ বন্ধ হলেই সম্ভব। তুরস্কের থেকে উস্কানিমূলক কোনো কার্যক্রম চালানো হলে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে সম্ভাব্য সব পদক্ষেপ নেয়া হবে।

ডিসেম্বর পর্যন্ত তুরস্কের কর্মকাণ্ড পর্যালোচনা করবেন বলে জানান ইইউ নেতারা। এরমধ্যে উসকানিমূলক আচরণ বন্ধ না হলে, তুরস্কের ওপর নিষেধাজ্ঞা দেয়া হবে।

চলতি বছরের শুরুতে তুরস্ক পূর্ব ভূমধ্যসাগরের বিতর্কিত একটি এলাকায় তেল ও গ্যাস খনির খোঁজে তুরস্কের একটি গবেষণা জাহাজ পাঠানোর পর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা শুরু হয়। যা এখনও চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × one =

Back to top button