Lead Newsআন্তর্জাতিক

তুরস্কের সাথে চুক্তি করতে যাচ্ছে যুক্তরাজ্য

প্রথমবারের মতো যুক্তরাজ্য ও তুরস্ক তাদের দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণের জন্য একটি চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে। চলতি সপ্তাহেই চুক্তিটি স্বাক্ষরিত হবে বলে জানিয়েছেন ব্রিটিশ বাণিজ্যমন্ত্রী লিজ ট্রস। আজ সোমবার এ খবর প্রকাশ করেছে আল জাজিরা।

এর আগে গত মঙ্গলবার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে বাণিজ্য চুক্তি থেকে সরে আসেন। এর পরই তুরস্কের সঙ্গে চুক্তির ব্যাপারে ঘোষণাটি এলো।

রোববার এক বিবৃতিতে ব্রিটিশ বাণিজ্যমন্ত্রী বলেন, যুক্তরাজ্য-তুরস্কের মধ্যকার এই চুক্তি আঙ্কারা ও লন্ডনের মধ্যে বিদ্যমান বাণিজ্য শর্তগুলো শিথিল করবে। তাই এ ব্যাপারে আশাবাদী যে, দেশ দুটির মধ্যে শিগগিরই তা চালু হতে যাচ্ছে।

তিনি বলেন, এই সপ্তাহে যে চুক্তিটি স্বাক্ষর করার প্রত্যাশা করছি, তা উভয় দেশের শুল্কমুক্ত ট্রেডিং ব্যবস্থা এবং বাণিজ্য সম্পর্ক বাড়াতে সহায়তা করবে। এটি যুক্তরাজ্যজুড়ে উৎপাদন, মোটরগাড়ি এবং ইস্পাত শিল্পে হাজার হাজার কাজের নিশ্চয়তা প্রদান করবে।

আমরা এখন অদূর ভবিষ্যতে যুক্তরাজ্য-তুরস্ক বাণিজ্য চুক্তির দিকে নজর দিচ্ছি এবং তুরস্কের সঙ্গে কাজ করার প্রত্যাশা করছি, যোগ করেন লিজ ট্রস।

২০১৯ সালে এই ব্যবসায়িক সম্পর্কের পরিমাণ ছিল ১৮.৬ বিলিয়ন পাউন্ড (২৫.২৫ বিলিয়ন মার্কিন ডলার)। যুক্তরাজ্য জানিয়েছে যে, জাপান, কানাডা, সুইজারল্যান্ড এবং নরওয়ের সঙ্গে চুক্তির পর, এটি তাদের পঞ্চম বৃহত্তম বাণিজ্য চুক্তি হতে যাচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + eighteen =

Back to top button