তুরস্কে ভয়াবহ ভূমিকম্প : এরদোয়ানকে বিএনপির চিঠি
তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে বিপর্যয়ের ঘটনায় দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে চিঠি দিয়ে সমবেদনা জানিয়েছে বিএনপির।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে বারিধারা ডিপ্লোমেটিক জোনে দেশটির দূতাবাসে বিএনপির পক্ষে থেকে এই চিঠি পৌঁছে দেওয়া হয়। একইসঙ্গে দেশটির জন্য জরুরি ওষুধ সামগ্রী ও শুকনো খাদ্য দেওয়া হয় বিএনপির পক্ষে থেকে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বিএনপির স্থায়ী কমিটি ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয় কমিটি চেয়ারম্যান আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটি সদস্য শামা ওবায়েদ ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বিকেল ৩টা ১৫ মিনিটে ঢাকার তুরস্ক দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স গুরহান বাতুহানের সঙ্গে সাক্ষাৎ করেন। এই সময় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে থেকে চিঠি এবং ওষুধ ও শুকনো খাদ্য সামগ্রী হস্তান্তর করেন।