তোমার জয় মানেই আমার জয়; আফগানিস্তানকে ভারত!
আবুধাবিতে শুরু হয়েছে নিউজিল্যান্ড ও আফগানিস্তানের ম্যাচ। সুপার টুয়েলভে এটিই দুই দলের শেষ ম্যাচ। সেমিফাইনালে যাওয়ার দৌড়ে কাগজে-কলমে এখনও আছে আফগানরা। তবে তাদের চেয়েও যেন এই ম্যাচে নিউজিল্যান্ডের পরাজয় কামনা করছে প্রায় ১৩০ কোটি ভারতীয়।
আফগানদের জয়ের জন্য প্রার্থনা করা ছাড়া ভারতকে সেমিফাইনালে তোলার জন্য কিছুই যে করার নেই তাদের! তাদের অবস্থা অনেকটাই যেন, তোমার জয় মানেই আমার জয়, আর তোমার হার মানেই আমার হার!
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে প্রথম দুই ম্যাচে পাকিস্তান ও নিউজিল্যান্ডের সাথে বড় ব্যবধানে হেরে সেমিফাইনালে যাওয়ার আশা নিজেদের হাত থেকে ফেলে দেয় ভিরাট কোহলির দল। নিজেদের বাকি ম্যাচগুলো কেবল বড় ব্যবধানে জিতলেই চলবে না তাদের, সাথে কামনা করতে হচ্ছে আরও বেশ কিছু সমীকরণ যেন যায় তাদের পক্ষে।
৪ ম্যাচ খেলে ৩ জয় নিয়ে সেমির দৌড়ে এগিয়ে আছে কিউইরা। ২টি করে জয় নিয়ে তার পরেই আছে ভারত ও আফগানিস্তান। রান রেটে ভারত এগিয়ে থাকায় আফগানদের সম্ভাবনাও অনেকটাই ফিকে হয়ে গেছে। এখন ভারতের কাঁটা হয়ে দাঁড়িয়েছে ৬ পয়েন্ট নিয়ে সেমির দৌড়ে এগিয়ে থাকা কিউইরা।
তাদের যদি আজ আফগানিস্তান না হারাতে পারে তবে, নামিবিয়ার সাথে ভারতের শেষ ম্যাচটি পরিণত হবে কেবলই আনুষ্ঠানিকতায়। কারণ, নিউজিল্যান্ড জিতলে ৫ ম্যাচ থেকে ৮ পয়েন্ট নিয়ে পাকিস্তানে সাথে এই গ্রুপ থেকে সেমিফাইনালে চলে যাবে নিউজিল্যান্ড। আর তা যদি না হয় অর্থাৎ, আফগানরা জিতে গেলে দুই দলের পয়েন্টই হবে ৬। ৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তখন নামিবিয়ার বিপক্ষে বড় ব্যবধানে জয়ের জন্য নামবে ভারত।
এদিকে, ইন্টারনেটে আফগানদের সমর্থনে বিভিন্ন পোস্ট, মিম বানিয়ে যাচ্ছে ভারতীয়রা। তাতে কতটুকু কাজ হবে তা তারা না জানলেও, এছাড়া যে কিছুই করার নেই তাদের। তারা জানিয়ে যাচ্ছে, আফগানিস্তানের পেছনে সমর্থন জানিয়ে।
যাচ্ছে প্রায় ১৩০ কোটি ভারতীয় সমর্থক। আফগান ক্রিকেটারদের প্রতি একজন ভারতীয় বলেছেন, তোমরা ভালোভাবে বিশ্রাম নাও। পানি খাও। সুস্থ থাকো। আরেকজন টুইট করেছেন ভিরাট কোহলির চিন্তাক্লিষ্ট ছবি দিয়ে, যেন আফগানদের প্র্যাকটিস করা বা না করা নিয়ে ভয়াবহ উদ্বিগ্ন ভারত অধিনায়ক!
আরেক ভারতীয় অবশ্য আফগানিস্তানের জয় মকামনার সাথে তাদের প্রতি বন্ধুত্বের হাতও করেছেন প্রসারিত। বলেছেন, ভারত ও আফগানিস্তান দীর্ঘদিনের বন্ধু। আর এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আজকের পরেও পাক দীর্ঘস্থায়ীত্ব।
তবে কিউইদের সাথে আফগানিস্তানের ম্যাচের ফলাফল জানার পরই পরিষ্কার হয়ে যাবে, এই সম্পর্কের স্থায়ীত্ব কতদিন থাকবে।