করোনাভাইরাস

দরিদ্র দেশগুলোকে ২০ কোটি ডোজ কোভিড টিকা দেওয়ার প্রতিশ্রুতি কানাডার

আগামী বছরের মধ্যে দরিদ্র দেশগুলোকে ২০ কোটি ডোজ কোভিড টিকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে কানাডা। ইতালির রোমে বিশ্বের ২০টি প্রধান অর্থনীতির জোট জি-২০ এর সম্মেলন চলছে। সেখান থেকেই স্থানীয় সময় শনিবার এই প্রতিশ্রুতি দেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

করোনা টিকার ব্যবস্থা করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নেতৃত্বে নেওয়া বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের প্রসঙ্গ টেনে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, কোভ্যাক্সের মাধ্যমে ২০২২ সালের শেষ নাগাদ অন্তত ২০০ মিলিয়ন ডোজ (২০ কোটি) কোভিড টিকা দেবে কানাডা।

এর মধ্যে এক কোটি ডোজ মডার্নার টিকা যত দ্রুত সম্ভব উন্নয়নশীল দেশগুলোকে সরবরাহ করা হবে বলে জানান তিনি।

এদিকে রোমে কানাডার উপপ্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড বলেন, টিকা উৎপাদনে সাহায্য করতে দক্ষিণ আফ্রিকাকে দেড় কোটি মার্কিন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে কানাডা। এই তহবিল প্রযুক্তি স্থানান্তর কেন্দ্র তৈরিতে ব্যবহৃত হবে, যা দিয়ে ওই অঞ্চলটি এমআরএনএ কোভিড টিকা উৎপাদন করতে পারবে।

ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড আরও বলেন, ‘আমরা উৎপাদন নিয়ন্ত্রণ করি না, তবে আমরা নিশ্চিত যে ২০২২ সাল পর্যন্ত আমাদের এভাবেই অবদান রাখা সম্ভব।’

গত আগস্টে মার্কিন কোম্পানি মডার্না কানাডায় টিকা উৎপাদন কেন্দ্র তৈরির ঘোষণা দেয়। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের বাইরে মডার্নার কোনো টিকা উৎপাদন কেন্দ্র নেই।

কানাডার সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, কানাডা এর আগেই চার কোটি ডোজ টিকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। ইতিমধ্যে কোভ্যাক্সের আওতায় কানাডা প্রায় তিন কোটি ডোজ টিকা সরবরাহ করেছে। প্রতিশ্রুতি অনুযায়ী আগামীতে দেশটি অবশিষ্ট টিকার ডোজ সরবরাহ করবে।

সূত্রঃ এএফপি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven − three =

Back to top button