দিনাজপুরে ৫ম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ; গ্রেপ্তার ১
দিনাজপুরে ৫ম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে সাগর হোসেন (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
দিনাজপুর শহরের উপকণ্ঠ শেখপুরা এলাকায় এ ঘটনা ঘটেছে। ধর্ষক সাগর ওই এলাকার আমিনুল হকের ছেলে। রোববার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়।
এই মামলায় সহযোগি হিসেবে নুর আলম নামে আরেক যুবক রয়েছে। সে পলাতক বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা বদিউজ্জামাল।
দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শেখপুরা এলাকার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীকে গত ২৫ সেপ্টেম্বর ধর্ষণ করা হয়। এ ঘটনা যাতে কাউকে না বলে এজন্য জীবননাশসহ বিভিন্ন প্রকার হুমকি প্রদর্শন করে ওই ধর্ষক এবং তার সহযোগি নুর আলম।
পরে ধর্ষণের শিকার শিশু শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে ঘটনাটি তার অভিভাবককে খুলে বললে ধর্ষণের শিকার ওই শিক্ষার্থীর পিতা থানায় মামলা করেন। তারই প্রেক্ষিতে, আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।