দিনে ভাইকিংস ছেড়ে রাতেই আবার ফিরে এলেন তন্ময়
আনুষ্ঠানিকভাবে ব্যান্ড দল ছাড়ার ঘোষণা দিয়েছিলেন ভাইকিংসের ভোকালিস্ট ও প্রতিষ্ঠাতা সদস্য তন্ময় তানসেন। তবে এই ঘোষণা দেয়ার মাত্র কয়েক ঘণ্টা পর আবার দলে ফিরে এলেন তিনি।
দেশের জনপ্রিয় রক ব্যান্ড ‘ভাইকিংস’। এর সঙ্গে দীর্ঘ ২৩ বছর ধরে রয়েছেন তন্ময়।
বুধবার (১৩ মে) রাত ২টার কিছু সময় পরে তন্ময় তানসেনের আবার ‘ভাইকিংসে’ ফেরার খবর নিশ্চিত করে ফেসবুক স্ট্যাটাস দিয়েছে ১৯৯৭ সালে গঠিত হওয়া ব্যান্ড দলটি।
এর আগে মঙ্গলবার (১২ মে) দুপুরে নিজের ব্যক্তিগত ক্যারিয়ারের প্রতি মনোযোগী হবেন বলে তন্ময় তানসেন ‘ভাইকিংস’ ছেড়েছেন এমন তথ্য দেয় দলটি। যদিও এই কারণ অস্বীকার করে নিজেদের মনোমালিন্যকে ‘ভাইকিংস’ ছাড়ার কারণ হিসেবে উল্লেখ করেছিলেন তন্ময় তানসেন।
অবশেষে সেই মনোমালিন্য কাটিয়ে আবার দলে ফিরে আসায় ভাইকিংসের ভক্তরা আনন্দ প্রকাশ করছেন।
প্রসঙ্গত, ১৯৯৭ সালে গঠিত হয়ে ‘ভাইকিংস’ ১৯৯৯ সালেই ‘স্টার সার্চ’ প্রতিযোগিতায় সেরা ব্যান্ড নির্বাচিত হয়। নব্বই দশক থেকে তাদের বিপুল খ্যাতির মাঝেই কিবোর্ডিস্ট বাবুর অনুপস্থিতিতে ব্যান্ডের কার্যক্রম বন্ধ হয়ে যায়। সে সময় ‘ভাইকিংস’ আড়ালে থাকলেও নাটক ও চলচ্চিত্র পরিচালনার মধ্য দিয়ে সরব ছিলেন তন্ময় তানসেন।