Lead Newsকরোনাভাইরাসস্বাস্থ্য ও চিকিৎসা

দুই কোটি ৫ লাখ মানুষ করোনা থেকে সুস্থ

বৈশ্বিক মহামারি নভেল করোনাভাইরাসে সারা বিশ্বে আজ শনিবার পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছে দুই কোটি ৮৬ লাখের বেশি মানুষ। তাদের মধ্যে বর্তমানে ৭১ লাখ ৫৪ হাজার ৮৫৮ চিকিৎসাধীন এবং ৬০ হাজার ৮৯৫ জন (১ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। তবে ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছে অনেক মানুষ। এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে দুই কোটি পাঁচ লাখ ৮২ হাজার ১৮৪ জন সুস্থ হয়ে উঠেছে।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগ থেকে যুক্তরাষ্ট্রে সেরে উঠেছে ৩৯ লাখ ১৭ হাজার ৯৬২ জন, ভারতে ৩৬ লাখ ২১ হাজার ৪৩৮, ব্রাজিলে ৩৫ লাখ ৩০ হাজার ৬৫৫, রাশিয়ায় আট লাখ ৬৮ হাজার ১০৭, দক্ষিণ আফ্রিকায় পাঁচ লাখ ৭৪ হাজার ৫৮৭, পেরুতে পাঁচ লাখ ৫২ হাজার ২১৪, কলম্বিয়ায় পাঁচ লাখ ৮২ হাজার ৬৯৪, মেক্সিকোতে চার লাখ ৬৩ হাজার ৬৬৪, চিলিতে চার লাখ তিন হাজার ৬৪, ইরানে তিন লাখ ৪২ হাজার ৫৩৯, সৌদি আরবে তিন লাখ ৯৯৩ হাজার, পাকিস্তানে দুই লাখ ৮৮ হাজার ৫৩৬, তুরস্কে দুই লাখ ৫৬ হাজার ৫২৪, জার্মানিতে দুই লাখ ৩৪ হাজার ৮৫০, বাংলাদেশে দুই লাখ ৩৬ হাজার ২৪, ইতালিতে দুই লাখ ১২ হাজার ৪৩২, স্পেনে এক লাখ ৯৭ হাজার ৪৩১ জন, কাতারে এক লাখ ১৮ হাজার ১৯৯, কানাডায় এক লাখ ১৯ হাজার ৬৭৪, ফ্রান্সে ৮৯ হাজার ৫৯ জন, ওমানে ৮৩ হাজার ৩২৫ এবং  চীনের মূল ভূখণ্ডে ৮০ হাজার ৩৮৬ জন সুস্থ হয়ে উঠেছে।

এ ছাড়া কুয়েতে ৮৩ হাজার ৬৬০ জন, সংযুক্ত আরব আমিরাতে ৬৮ হাজার ৪৬২, সিঙ্গাপুরে ৫৬ হাজার ৬০৭, সুইজারল্যান্ডে ৩৮ হাজার ১০০, দক্ষিণ কোরিয়ায় ১৮ হাজার ২৯, অস্ট্রেলিয়ায় ২৩ হাজার ২১৭ ও মালয়েশিয়ায় ৯ হাজার ১৮১ জন সুস্থ হয়ে উঠেছে।

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম দেখা দেওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ, অঞ্চল এবং দুটি আন্তর্জাতিক প্রমোদতরীতে ছড়িয়েছে। করোনাভাইরাসে সারা বিশ্বে এখন পর্যন্ত ৯ লাখ ১৯ হাজার ৭০৬ জন রোগী মারা গেছে।

গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 + 4 =

Back to top button