দুই দফা ক্ষমতায় থেকেও জিয়া হত্যার বিচার না করা সত্যিই রহস্যজনকঃ তথ্যমন্ত্রী
বিএনপি নেত্রী খালেদা জিয়া দুই দফা ক্ষমতায় থেকেও জিয়াউর রহমান হত্যাকাণ্ডের বিচার কেন যে করলেন না, এটি সত্যিই রহস্যজনক বলে মন্তব্য করছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
শনিবার আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া দুই দফায় দশ বছর প্রধানমন্ত্রী ছিলেন। আরও একবার বিতর্কিত নির্বাচনের মাধ্যমে এক মাসের বেশি ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিলেন। এটি সত্যিই রহস্যজনক যে জিয়াউর রহমান হত্যার বিচার তিনি করলেন না।’
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘জনগণের মনেও এটি প্রশ্ন যে, জিয়া হত্যার বিচার করলে থলের বিড়াল বেরিয়ে যাবে, এজন্যই কি তিনি বিচার করেননি?’
বিএনপি আজ জিয়াউর রহমানের ৩৯তম শাহাদাতবার্ষিকী পালন করছে। এমন সময়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে এমন মন্তব্য করলেন হাছান মাহমুদ।
এসময় করোনা পরিস্থিতি নিয়ে বিএনপিকে উদ্দেশ্য করে তথ্যমন্ত্রী আরো বলেন, ‘আমাদের স্বাস্থ্য ব্যবস্থাপনা যদি ভালো না হতো, তাহলে মৃত্যুহার ভারত-পাকিস্তানের মতো বা তার চেয়ে বেশি হতো। সুতরাং বিএনপি নেতাদের বলবো, আপনারা আশপাশের দেশের দিকে তাকান।’
উল্লেখ্য, ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউজে সেনাবাহিনীর একদল সদস্যের অভ্যুত্থানে নিহত হন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সেই থেকে এ দিনকে শাহাদাত দিবস হিসেবে পালন করে আসছে বিএনপি।