বিচিত্র

দুই বার মৃত ঘোষণার পর বেঁচে উঠলো মেয়েটি

চিকিৎসকরা দুই বার ‘মৃত’ ঘোষণার পর সবাইকে চমকে দিয়ে দুই বারই বেঁচে উঠেছে ১২ বছরের এক মেয়ে। যা দেখে চমকে উঠেন স্বয়ং চিকিৎসকরাও।

মার্কিন যুক্তরাষ্ট্রের কভিংটন (Covington) শহরের বাসিন্দা জুলিয়েট ডেলির সঙ্গে এমনটি ঘটেছে।

মার্কিন স্বাস্থ্য সংস্থা CDC জানিয়েছে, আমেরিকার অনেক শিশুই ‘মাল্টি সিস্টেম ইনফ্লেমেটোরি সিনড্রোম’-এ (multisystem inflammatory syndrome in children)আক্রান্ত রয়েছে। এক মাস আগে জুলিয়েটও ‘মাল্টি সিস্টেম ইনফ্লেমেটোরি সিনড্রোম’-এ আক্রান্ত হয়। এর জন্য করোনাভাইরাসকেই দায়ী করেছেন মার্কিন স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞরা।

জুলিয়েটের অভিভাবকরা প্রথমে মেয়ের ‘মাল্টি সিস্টেম ইনফ্লেমেটোরি সিনড্রোম’ আক্রান্ত বিষয়ে কিছুই বুঝতে পারেননি। জুলিয়েট যখন তখন ঘুমিয়ে পড়ত। তার শরীরে কোনো ধরণের ভাইরাসের উপসর্গ ছিল না। তবে এক সপ্তাহ পর থেকেই জ্বর, বমি আর তলপেটে ব্যথা শুরু হয়। কয়েকদিন পর মেয়ের ঠোঁট নীলচে ফ্যাকাশে লক্ষ্য করেন জুলিয়েটের অভিভাবকরা। তাই কাছের হাসপাতালে ছুটেন তারা। সেখানে করোনাভাইরাসের মূল উপসর্গ না থাকায় অন্যান্য পরীক্ষা করা হয়।

ওই হাসপাতালের রেডিয়োলজি বিভাগের প্রধান জেনিফার অনুমান করেন, জুলিয়েটের হয়তো অ্যাপেন্ডিসাইটিসে বা পাকস্থলিতে কোনো ব্যাক্টেরিয়ার সংক্রমণ ঘটেছে। এই অনুমানের ভিত্তিতেই জুলিয়েটের চিকিৎসা শুরু হয়। কিন্তু এরপর থেকেই দ্রুত স্বাস্থ্যের অবনতি ঘটতে থাকে তার।

চিকিৎসকরা দেখেন, জুলিয়েটের হৃদস্পন্দনের গতি অস্বাভাবিকভাবে কমে গিয়েছে। মিনিটে ৭০ থেকে ১২০ হৃদস্পন্দনের জায়গায় জুলিয়েটের হৃদস্পন্দন ছিল মিনিটে মাত্র ৪০ বার। এরপরই তাকে জরুরি বিভাগে নিয়ে চিকিৎসা শুরু করা হয়। এক সময় নিস্তেজ হয়ে যায় জুলিয়েট। নিয়ম মাফিক সব রকম চেষ্টা করে দেখার পর চিকিৎসকরা জুলিয়েটকে মৃত বলে ঘোষণা করেন।

তবে মৃত ঘোষণা করার মিনিট খানেক পর চিকিৎসকদের চমকে দিয়ে আশ্চর্যজনকভাবেই কেঁপে কেঁপে উঠে মৃত ঘোষিত মেয়ের শরীর। চিকিৎসকরা পরীক্ষা করে দেখেন, কিছুক্ষণের জন্য জুলিয়েটের হৃদস্পন্দন প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু আবারো তার হৃদযন্ত্র সচল হয়ে যায়। মেয়েটির ফুসফুসে কোনোভাবে রক্ত ঢুকে যাওয়ায় এটি হয়েছে। এমনটি আরো একবার হয়েছে। জুলিয়েটের সঙ্গে এটি মোট দুবার ঘটেছে।

চিকিৎসকদের দাবি, জুলিয়েটের এই অবস্থার জন্য দায়ী করোনাভাইরাসের সংক্রমণ।‘মায়োকার্ডাইটিস’(Myocarditis)-এ আক্রান্ত হয়ে হৃদযন্ত্রের ক্রিয়া সাময়িকভাবে বন্ধ হয়েছিল তার। কিন্তু কপাল জোরে দুবার ওই ধাক্কা সামলে বেঁচে ফিরেছে ওই মেয়েটি। সূত্র- জি নিউজ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 + fourteen =

Back to top button