দুগ্ধ শিল্পকে বাঁচাতে ন্যায্যমুল্যে ১লক্ষাধিক লিটার দুধ কিনলো র্যাব
করোনাভাইরাসের প্রভাবে বিপর্যস্ত হয়ে পড়া সিরাজগঞ্জ-পাবনার গো-খামারিদের কাছ থেকে উৎপাদিত এক লাখ লিটার দুধ ন্যায্যমূল্যে কিনে নিলো র্যাব-১২ সদস্যরা।
বুধবার (১৩ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত শাহজাদপুর উপজেলার পোতাজিয়া এলাকায় প্রাথমিক দুগ্ধ উৎপাদনকারী সময়বায় সমিতির মাধ্যমে শাহজাদপুর, পাবনা জেলার ভাঙ্গুড়া ও ফরিদপুর এলাকার খামারিদের কাছ থেকে এসব দুধ ক্রয় করা হয়।
র্যাব-১২ এর সিনিয়র সহকারী পরিচালক ও মিডিয়া অফিসার এমএম এইচ ইমরান জানান, বহুকাল ধরে সিরাজগঞ্জ-পাবনা অঞ্চলে হাজার হাজার দুগ্ধ খামার গড়ে উঠেছে। এসব খামারকে ঘিরে এখানে গড়ে উঠেছে দুগ্ধজাত পণ্য উৎপাদনকারী বেশ কিছু প্রতিষ্ঠান। করোনা ভাইরাসের কারণে থমকে যায় খামারিদের জীবন। দুগ্ধ প্রক্রিয়াজাত প্রতিষ্ঠানগুলো পর্যাপ্ত দুধ না কেনায় বিপাকে পড়েন খামারিরা।
পচনশীল পণ্য হওয়াতে সংরক্ষণ করারও সুযোগ না থাকায় নিরুপায় হয়ে দুধ ফেলে দিচ্ছিলেন তারা। খামারিদের কথা বিবেচনা করে র্যাব-১২ তাদের দুধ কেনার সিদ্ধান্ত নেয়। ২২ এপ্রিল ১০ হাজার লিটার দুধ কেনার মাধ্যমে থেকে এ কার্যক্রম শুরু হয়। সংগ্রহ করা দুধ দিয়ে ঘি পণির তৈরি করে সারাদেশের র্যাব সদস্যদের মধ্যে উৎপাদিত মূলে সরবরাহ করা হচ্ছে।
র্যাব-১২ এর অধিনায়ক লে. কর্নেল খায়রুল বলেন, দেশের চলমান পরিস্থিতিতে অর্থনীতি সচল রাখতে কৃষক-শ্রমিক ও খামারিদের পাশে দাঁড়ানোর প্রয়োজন। এরই অংশ হিসেবে খামারিদের দুধ কেনা হচ্ছে। আজ সর্বোচ্চ এ লাখ লিটার দুধ কেনা হয়েছে। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।