দুর্নীতি মামলায় সাবেক ওসি প্রদীপের জামিন নামঞ্জুর
তিন কোটি ৯৫ লাখ টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ওসি প্রদীপ দাশ ও তার স্ত্রী চুমকির বিরুদ্ধে মামলা করে দুদক।
দুর্নীতির মামলায় টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশের জামিন নামঞ্জুর করেছে আদালত। রবিবার সকালে, চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে আসামির অনুপস্থিতে জামিন শুনানি শুরু হয়। পরে জামিন নামঞ্জুর করে দেন বিচারক শেখ আশফাকুর রহমান।
এর আগে, আসামিপক্ষের আইনজীবী প্রদীপের সঙ্গে সাক্ষাতের জন্য আবেদন জানান। বিচারক জেল বিধান অনুযায়ী, এ ব্যাপারে ব্যবস্থা নেয়ার কথা জানান। তিন কোটি ৯৫ লাখ টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে, গত ২৩শে আগস্ট প্রদীপ দাশ ও স্ত্রী চুমকির বিরুদ্ধে মামলা করে দুদক। ঘটনার পর থেকে পলাতক আছেন চুমকি।
মামলার বাদী দুদকের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক রিয়াজ উদ্দিন জানান, ২০১৮ সালে প্রদীপ ও তার স্ত্রীর অবৈধ সম্পদ অর্জনের তদন্ত শুরু করে দুদক। ২০১৯ সালের ৯ এপ্রিল তাদের সম্পদের হিসাব জমা দিতে বলা হলেও চুমকি তা জমা দেন ২০১৯ সালের ১২ মে। জমা দেওয়া হিসাবে তথ্যে র গড় মিল থাকায় এবং প্রায় চার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করা হয়।