দূর্গা পূজা উপলক্ষে ভারতে গেছে ইলিশের প্রথম চালান
মহামারি সংকটের কারণে দেশের বাইরে ইলিশ রপ্তানি বন্ধ থাকলেও দুর্গা পূজা উপলক্ষে বাংলাদেশ সরকারের বিশেষ অনুমতিতে ভারতে গেল পদ্মার ইলিশের প্রথম চালান।
নয়-টি ইলিশ রপ্তানিকারক প্রতিষ্ঠান মোট ১ হাজার ৪৭৫ টন ইলিশ রপ্তানির অনুমতি পেয়েছেন বাণিজ্য মন্ত্রণালয় থেকে।
আজ সোমবার বিকাল ৪ টার সময় ১২ টন ইলিশ মাছ বেনাপোল বন্দরে দিয়ে রপ্তানি হয়েছে। প্রথম দিনে খুলনার জাহানাবাদ সি ফিশ লিমিটেড নামে একটি রপ্তানিকারক প্রতিষ্ঠান ১২ হাজার কেজি ইলিশ মাছ ভারতে রপ্তানি করেছেন।
প্রতি কেজি ইলিশ মাছ ১০ মার্কিন ডলারে রপ্তানি করা হচ্ছে ভারতে। মোট ১ লক্ষ ২০ হাজার মার্কিন ডলার মূল্যের ইলিশ মাছ ভারতে রপ্তানি করা হয়। এ বছর ভারতে মোট ১ হাজার ৪৭৫ মেট্রিক টন ইলিশ মাছ ভারতে রপ্তানি করা হবে। বেনাপোল কাস্টমস থেকে মাছগুলো ছাড়িয়ে রপ্তানির দায়িত্বে নিযুক্ত রয়েছেন মিলা এন্টারপ্রাইজ নামে একটি সিএন্ডএফ এজেন্ট ।
২০১৯ সালের ১০ ই অক্টোবর বাংলাদেশ থেকে ইলিশ মাছের সর্বশেষ চালান ভারতে প্রবেশ করে। এসব মাছ বেনাপোল বন্দর হয়ে পেট্রাপোল সীমান্ত দিয়ে পশ্চিমবঙ্গে।