করোনাভাইরাসজাতীয়

দেশের সশস্ত্র বাহিনীর ৬ সদস্য করোনায় মারা গেছেন

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ৬ জন মৃত্যুবরণ করেছেন। মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

বাংলাদেশের সশস্ত্র বাহিনীতে কর্মরত ও অবসরপ্রাপ্ত মোট ৩৪৫ জন সামরিক/অসামরিক সদস্য ও তাদের পরিবারের সদস্য এ পর্যন্ত কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে ঢাকার সিএমএইচে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ওই ৬ জন মারা যান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মারা যাওয়াদের মধ্যে ২ জন কর্মরত সেনা সদস্য এবং ৪ জন ৭০ বছরের বেশি বয়স্ক ও অবসরপ্রাপ্ত। তারা প্রত্যেকেই বিভিন্ন অনিরাময়যোগ্য শারীরিক জটিলতায় ভুগছিলেন।

আরও বলা হয়, আক্রান্তদের মধ্যে ৮৮ জন রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন এবং হাসপাতালে থাকা অন্য রোগীরাও সুস্থ রয়েছেন।

বাংলাদেশে করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই করোনা আক্রান্ত সশস্ত্র বাহিনী সদস্যদের চিকিৎসার জন্য সেনাবাহিনীর পক্ষ থেকে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এ প্রেক্ষিতে ঢাকা সিএমএইচসহ সব সেনানিবাসের সিএমএইচগুলোতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়।

বাংলাদেশ সশস্ত্র বাহিনীর প্রাধিকৃত সদস্য ও তাদের পরিবারবর্গের করোনাভাইরাস পরীক্ষার জন্য আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথলজিতে (এএফআইপি) তিনটি এবং অন্যান্য সেনানিবাসে অবস্থিত সিএমএইচে দশটি আরটি-পিসিআর মেশিন রয়েছে।

উল্লেখ্য, এখন পর্যন্ত এএফআইপিতে নিজস্ব ব্যবস্থাপনায় তিন হাজার ১৯৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এছাড়াও সব সিএমএইচে পর্যাপ্ত পরিমাণ পিপিই, মাস্ক, গ্লাভস এবং প্রয়োজনীয় ওষুধসহ আনুষঙ্গিক চিকিৎসা সরঞ্জামাদি মজুদ রয়েছে। পাশাপাশি সিএমএইচগুলোতে পরিকল্পিতভাবে সার্বক্ষণিক প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করা হচ্ছে বলে আইএসপিআরের পাঠানো এ সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + fourteen =

Back to top button