দেশে একদিনে করোনায় রেকর্ড শনাক্ত ৮৮৭, মৃত্যু ১৪ জনের
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৪ জন মারা গেছেন। একই সময়ে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৮৮৭ জন। একদিনে এটাই সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা।
এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২২৮ জনে এবং আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৬৫৭ জন।
রোববার (১০ মে) দুপুরে মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি বলেন, মৃতদের মধ্যে ১০ জন পুরুষ ও ৪ জন নারী। বয়সের হিসেবে মৃত ৪ জন নারীর মধ্যে ৩০ থেকে ৪০ বছরের মধ্যে ১ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ২ জন।
মৃত ১০ জন পুরুষের মধ্যে ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৪ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ২ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৩ জন এবং ৯০ থেকে ১০০ বছরের মধ্যে ১ জন বলে জানিয়েছেন অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় আরও ২৩৬ জন আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ২ হাজার ৬৫০ জন। সুস্থতার হার ১৮ দশমিক ১০ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৫ শতাংশ।
ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৬৪২টি নমুনা সংগ্রহ করা হয়েছে। আর নমুনা পরীক্ষা করা হয়েছে ৫ হাজার ৭৩৮টি।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আরও জানান, এখন মোট ৩৬টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হচ্ছে। গতকাল পর্যন্ত ৩৫টি ল্যাবে পরীক্ষা হতো। নতুন করে যুক্ত হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল।
এক নজরে বাংলাদেশের করোনাচিত্র:
গত ২৪ ঘণ্টায় | মোট | |
শনাক্ত | ৮৮৭ | ১৪,৬৫৭ |
মৃত্যু | ১৪ | ২২৮ |
সুস্থ | ২৩৬ | ২৬৫০ |
পরীক্ষা | ৫৭৩৮ | ১ লাখ ২৩ হাজার |
দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
এদিকে, ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, রবিবার বাংলাদেশ সময় দুপুর ২টা পর্যন্ত বৈশ্বিক এ মহামারিতে সারা পৃথিবীতে ৪১ লাখ ৩ হাজার ৫৩৭ জন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ১৪ লাখ ৪৩ হাজার ১৯৭ জন সুস্থ হয়ে উঠলেও প্রাণ গেছে ২ লাখ ৮০ হাজার ৪৭০ জনের।