করোনাভাইরাসজাতীয়
দেশে একদিনে রেকর্ড সংখ্যক পুলিশ করানায় আক্রান্ত
দেশব্যাপী লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাসে সংক্রমিত রোগীর সংখ্যা। এর মধ্যে সবচেয়ে বেশি সংক্রমিত হচ্ছেন মাঠ পর্যায়ে কর্মরত পুলিশ সদস্যরা। প্রতিদিনই সেই সংখ্যাটা বাড়ছে। গত একদিনের ব্যবধানে ৩৪০ জন পুলিশের দেহে মরণব্যাধী এই ভাইরাসটি শনাক্ত করা হয়েছে। যা একদিনের ব্যবধানে এখন পর্যন্ত সর্বোচ্চ।
আজ বৃহস্পতিবার বাংলাদেশ পুলিশ সদর দপ্তর থেকে সরবরাহ করা সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত মোট ৩ হাজার ২৩৫ জন পুলিশ সদস্যের দেহে কোভিড-১৯ রোগ শনাক্ত করা হয়েছে। এর মধ্যে গত একদিনেই শনাক্ত হয় ৩৪০ জন।
মোট শনাক্তের মধ্যে ১ হাজার ২৭৭ জনই ঢাকা মেট্রোপলিটন পুলিশে কর্মরত। আক্রান্তদের মধ্যে গত একদিনে আরো দুইজন মৃত্যুবরণ করেছেন।
এ নিয়ে দেশে মোট ১১ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন।