রমজানের প্রথমদিনে ৩০৯ করোনা রোগী শনাক্ত, ৯ জনের মৃত্যু
রমজানের প্রথম দিনে দেশে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৩০৯ জন যা গতকাল ছিল ৫০৩ জন। একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৯ জন মারা গেছেন। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ১৪০ জন। আর মোট শনাক্তের সংখ্যা হাজার ৪৯৯৮ জন।
শনিবার (২৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান। দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত এ ব্রিফিং অনলাইনে হয়।
তিনি জানান, মৃত ৯ জনের মধ্যে ৫ জন নারী ও ৪ জন পুরুষ। তাদের মধ্যে ৩ জন ঢাকার, ২ জন নারায়ণগঞ্জের এবং ১ জন করে টাঙ্গাইল, ময়মনসিংহ, মাদারীপুর ও জয়পুরহাটের বাসিন্দা ছিলেন
২৪ ঘণ্টায় মারা যাওয়া ৯ জনের বয়সসীমা:
- ৫১ থেকে ৬০ বছর বয়সী: ১ জন।
- ৬১ থেকে ৭০ বছর বয়সী: ১ জন।
- ৭০ বছরের বেশি বয়সী: ৭ জন।
অধ্যাপক ডা. নাসিমা সুলতানা আরও জানান, রাঙামাটি, খাগড়াছড়ি, ঝিনাইদহ ও সাতক্ষীরা বাদে দেশের বাকি ৬০ জেলা থেকেই এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৪২২টি নমুনা সংগ্রহ এবং ৩ হাজার ৩৩৭টি পরীক্ষা করা হয়েছে বলে জানান তিনি।
এক নজরে দেশের করোনাচিত্র:
- আক্রান্ত হয়েছেন: ৪ হাজার ৯৯৮ জন।
- সুস্থ হয়ে উঠেছেন: ১১২ জন।
- মারা গেছেন: ১৪০ জন।
দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় ৮ মার্চ। এ ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৮ মার্চ।
এদিকে, ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, শনিবার বাংলাদেশ সময় বেলা ২টা পর্যন্ত বৈশ্বিক এ মহামারিতে সারা পৃথিবীতে ২৮ লাখ ৩৩ হাজার ৯৫৮ জন মানুষ আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে প্রায় ৮ লাখ ৭ হাজার ৫৭৮ জন সুস্থ হয়ে উঠলেও প্রাণ গেছে ১ লাখ ৯৭ হাজার ৩৬৮ জনের।
করোনা প্রাদুর্ভাবের মধ্যেই আজ থেকে শুরু হয়েছে মুসলমানদের পবিত্র মাস মাহে রমজান। এ বছর মাসটি একেবারেই ভিন্নভাবেই পালন হবে ইসলাম ধর্মাবলম্বীদের। সবাই তারাবির নামাজে যেমন অংশগ্রহণ করতে পারবেন না তেমনি নিরুৎসাহিত করা হচ্ছে ইফতার মাহফিল আয়োজনের ক্ষেত্রেও।
শুধু বাংলাদেশেই নয়, বিশ্বের বেশিরভাগ দেশের পদক্ষেপ অনেকটা এরকমই। তবে এর মাঝেও কিছু কিছু দেশ তাদের দেয়া লকডাউন কিছুটা শিথিল করছে। স্পেন, জার্মানি ও ভারত সেই পথে হেঁটেছে। যুক্তরাষ্ট্র ও ইতালিও তেমনটাই ভাবছে।