BreakingLead Newsকরোনাভাইরাসসরকার

দেশে করোনায় আরো ১০ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৪৯২ জন

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত আরও ১০ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা ১০১ জনে দাঁড়ালো। এছাড়া নতুন ৪৯২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট ২ হাজার ৯৪৮ জনের শরীরে শনাক্ত হলো প্রাণঘাতি ভাইরাসটি।

গত ২৪ ঘন্টায় ১০ জন সুস্থ হয়ে বাড়ি গেছেন। এনিয়ে মোট সুস্থ হয়েছে ৮৫ জন। আজ সোমবার রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানানো হয়।

এক নজরে দেশের করোনাচিত্র:

  • আক্রান্ত হয়েছেন:  ২,৯৪৮ জন।
  • সুস্থ হয়ে উঠেছেন: ৮৫ জন।
  • মারা গেছেন: ১০১ জন।
  • নমুনা পরীক্ষা: ২৬,৬০৪

দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় ৮ মার্চ। এ ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ।

রোববার বাংলাদেশ সময় বেলা ২টা পর্যন্ত বৈশ্বিক এ মহামারিতে সারা পৃথিবীতে ২৪ লাখ ১৪ হাজার ৪৬৪ জন মানুষ আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে প্রায় ৬ লাখ ২৯ হাজার ৪৩১ জন সুস্থ হয়ে উঠলেও প্রাণ গেছে ১ লাখ ৬৫ হাজার ১৭৪ জনের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + fifteen =

Back to top button