দেশে করোনায় ২৪ ঘণ্টায় সংক্রমিত ১৫৪১, মৃত্যু ২২
বাংলাদেশে বেড়েই চলছে করোনাভাইরাসে আক্রান্ত এবং মৃতের সংখ্যা। দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ২২ জন মারা গেছেন। একই সময়ে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ১৫৪১ জন।
এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ৫৪৪ জন। আর মোট শনাক্তের সংখ্যা ৩৮২৯২জন।
বুধবার (২৭ মে) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা.নাসিমা সুলতানা এসব তথ্য জানান। দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত এ ব্রিফিং অনলাইনে হয়।
ব্রিফিং এ অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় ৮ হাজার ১৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। আর নমুনা সংগ্রহ করা হয় ৭ হাজার ৮৪৩টি। এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ২ লাখ ৬৬ হাজার ৪৫৬টি। বর্তমানে দেশের ৪৮টি ল্যাবে করোনাভাইরাসের পরীক্ষা হচ্ছে।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় আরও ৩৪৬ জন কোভিড-১৯ রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৭ হাজার ৯২৫ জন।
মৃত ২২ জনের বয়স:
- ০ থেকে ১১ বছর বয়সী : ১ জন।
- ২১ থেকে ৩০ বছর বয়সী: ২ জন।
- ৩১ থেকে ৪০ বছর বয়সী: ২ জন।
- ৪১ থেকে ৫০ বছর বয়সী: ২ জন।
- ৫১ থেকে ৬০ বছর বয়সী: ৭ জন।
- ৬১ থেকে ৭০ বছর বয়সী: ৭ জন।
- ৭১ থেকে ৮০ বছর বয়সী: ১ জন।
বাংলাদেশে করোনাভাইরাসের সর্বশেষঃ
গত ২৪ ঘণ্টায় | মোট | |
শনাক্ত | ১৫৪১ | ৩৮২৯২ |
মৃত্যু | ২২ | ৫৪৪ |
সুস্থ | ৩৪৬ | ৭৯২৫ |
পরীক্ষা | ৮০১৫ | ২৬৬৪৫৬ |
দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
এদিকে পার্শ্ববর্তী দেশ ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দেড় লাখ ছাড়িয়ে গেছে। বর্তমানে দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ১ লাখ ৫১ হাজার ৮৭৬ জন। এছাড়া সেখানে মারা গেছেন ৪ হাজার ৩৪৬ জন। শনাক্তকৃত রোগীর সংখ্যা বিবেচনায় দেশটি এখন ১০ নম্বরে অবস্থান করলেও একদিনের শনাক্তকৃত রোগীর সংখ্যা বিবেচনায় অবস্থান করছে চার নম্বরে।
এদিকে বিশ্বে এখন পর্যন্ত ভাইরাসটি শনাক্ত হয়েছে ৫৬ লাখ ৯৮ হাজার ২৪০ জনের শরীরে। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ লাখ ৫২ হাজার ৪৬০ জন। আক্রান্তদের মধ্যে ২৪ লাখ ৪৩ হাজার ৭০৯ জন সুস্থ হয়ে ঘরে ফিরেছেন।