Lead Newsকরোনাভাইরাসজাতীয়

দেশে করোনায় আক্রান্ত ৫২৩ চিকিৎসক

করোনা ভাইরাসে আক্রান্ত সাধারণ মানুষের পাশাপাশি দেশে আক্রান্ত রোগীদের চিকিৎসা করতে গিয়ে রাজধানীসহ সারাদেশে ৫২৩ জন চিকিৎসক আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সর্বোচ্চসংখ্যক ৩৮৯ জন রাজধানীর বিভিন্ন হাসপাতালের চিকিৎসক।

বেসরকারি সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেস্পন্সিবিলিটিস (এফডিএসআর) শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। করোনা পরিস্থিতিতে চিকিৎসকদের তথ্য নিয়ে কাজ করছে সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকার বাইরে বরিশালে ৯, চট্টগ্রামে ১৭, সিলেটে ৭, খুলনায় ৩০, রংপুরে ৭, ময়মনসিংহে ৬১ এবং রাজশাহী বিভাগে ৩ জন চিকিৎসক কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন।

আজ শনিবারের তথ্যানুযায়ী, দেশে করোনায় আক্রান্ত হয়ে মোট ১৭৫ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৭৯০ জন। এ ছাড়া সুস্থ হয়েছেন ১৭৭ জন। মৃত্যুদের একজন চিকিৎসকও রয়েছেন।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনার রোগী শনাক্ত হয়। আর প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৮ মার্চ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six + thirteen =

Back to top button