Lead Newsকরোনাভাইরাসজাতীয়

দেশে করোনায় আরও ৮ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৩৬

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৮ জন মারা গেছেন। একই সময়ে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৬৩৬ জন। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২১৪ জন, আর মোট শনাক্তের সংখ্যা ১৩৭৭০ জন।

শনিবার (৯ মে) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান। দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত এ ব্রিফিং অনলাইনে হয়।

অধ্যাপক ডা. নাসিমা সুলতানা আরও জানান, গত ২৪ ঘণ্টায় ৩১৩ জন করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট ২ হাজার ৪১৪ জন সুস্থ হলেন।

ব্রিফিং এ  তিনি বলেন,  মোট ৩৫টি ল্যাব থেকে নমুনা সংগ্রহ করা হয় ৫ হাজার ২৪৭টি। ৫ হাজার ৪৬৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এখন পর্যন্ত ১ লাখ ১৬ হাজার ৯১৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় মোট
শনাক্ত ৬৩৬ ১৩৭৭০
মৃত্যু ২১৪
সুস্থ ৩১৩ ২৪১৪
পরীক্ষা ৫৪৬৫ ১১৬৯১৯

দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় ৮ মার্চ। এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৮ মার্চ। এরপর প্রথম দিকে কয়েকজন করে নতুন আক্রান্ত রোগীর খবর মিললেও গত কয়েকদিনে লাফিয়ে লাফিয়ে বাড়ছে এ সংখ্যা। প্রাণঘাতী এই ভাইরাসের বিস্তার ঠেকাতে মানুষকে ঘরে রাখতে রাজপথের পাশাপাশি পাড়া-মহল্লায় টহল দিচ্ছে সশস্ত্র বাহিনী, র‌্যাব ও পুলিশ।

এদিকে, ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, শনিবার বাংলাদেশ সময় দুপুর ২টা পর্যন্ত বৈশ্বিক এ মহামারিতে সারা পৃথিবীতে ৪০ লাখ ২৬ হাজার ৮৪৬ জন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ১৩ লাখ ৯৩ হাজার ১৬০ জন সুস্থ হয়ে উঠলেও প্রাণ গেছে ২ লাখ ৭৬ হাজার ৩৭৭ জনের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + 16 =

Back to top button