দেশে করোনা আক্রান্ত ৯০ হাজার ছাড়াল, সাথে মৃত্যু ছাড়াল ১২০০
মোট মৃত্যু ১,২০৯ জন; আর মোট শনাক্ত ৯০,৬১৯ জন
বাংলাদেশে প্রতিদিনই বেড়ে চলছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা, সাথে মৃত্যুরও সংখ্যা। দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৩৮ জন মারা গেছেন। একই সময়ে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৩ হাজার ৯৯ জন।
এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ১ হাজার ২০৯ জন। আর মোট শনাক্তের সংখ্যা ৯০ হাজার ৬১৯ জন।
সোমবার (১৫ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা.নাসিমা সুলতানা এসব তথ্য জানান। দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত এ ব্রিফিং অনলাইনে হয়।
মৃতদের ৩৮ জনের মধ্যে ৩২ জন পুরুষ ও ৬ জন নারী। তাদের মধ্যে ঢাকা বিভাগে ১৮ জন, চট্টগ্রামে ১১, সিলেটে ৬, বরিশালে ১ এবং রংপুরে ১ জন মারা গেছেন। ২৫ জন হাসপাতালে ও ১১ জন নিজ বাড়িতে মারা যান। অপর ২ জনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।
মৃত ৩৮ জনের বয়স:
- ২১ থেকে ৩০ বছর বয়সী: ৩ জন।
- ৩১ থেকে ৪০ বছর বয়সী: ৩ জন।
- ৪১ থেকে ৫০ বছর বয়সী: ৭ জন।
- ৫১ থেকে ৬০ বছর বয়সী: ৫ জন।
- ৬১ থেকে ৭০ বছর বয়সী: ১৫ জন।
- ৭১ থেকে ৮০ বছর বয়সী: ৫ জন।
অধ্যাপক ডা. নাসিমা সুলতানা আরও জানান, গত ২৪ ঘণ্টায় মোট ১৫ হাজার ৭৭৩টি নমুনা সংগ্রহ এবং ১৫ হাজার ৩৮টি পরীক্ষা করা হয়েছে। ৫৮টি পরীক্ষাগারে এই নমুনাগুলো পরীক্ষা করা হয়।
এদিকে, গত ২৪ ঘণ্টায় আরও ৫ হাজার ২৯৭ জন সুস্থ হয়েছেন। আইইডিসিআরের বরাত দিয়ে মোট সুস্থের সংখ্যা নিয়ে তিনি বলেন, দেশে করোনা থেকে মোট ৩৪ হাজার ২৭ জন সুস্থ হয়েছেন। বাড়ি ও হাসপাতালে থেকে এসব রোগীরা সুস্থ হয়েছেন।
এক নজরে বাংলাদেশে করোনার সর্বশেষঃ
|
গত ২৪ ঘণ্টায় | মোট |
শনাক্ত | ৩০৯৯ |
৯০৬১৯ |
মৃত্যু |
৩৮ | ১২০৯ |
সুস্থ | ৫,২৯৭ |
৩৪০২৭ |
পরীক্ষা |
১৫০৩৮ |
৫১৯৫০৩ |
দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
এদিকে, করোনা ভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডমিটারে দেয়া তথ্য অনুযায়ী, সোমবার (১৫ জুন) বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮০ লাখ ০৭ হাজার ৮০৪ জনে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ৪ লাখ ৩৫ হাজার ৮৫৫ জনের।
বিশ্বে একক দেশ হিসেবে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্র। সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ২১ লাখ ৬২ হাজার ২২৮ জন। আর মৃত্যু হয়েছে ১ লাখ ১৭ হাজার ৮৫৮ জনের।