নগরজীবনবিবিধ

দেশে গণমাধ্যম পেশাজীবীদের সর্ববৃহৎ আড্ডা অনুষ্ঠিত

সারাদেশের সাংবাদিক, জনসংযোগ কর্মকর্তা ও মিডিয়া মার্কেটিং পেশাজীবীদের সংগঠন বাংলাদেশ মিডিয়া প্রফেশনালস কমিউনিটির উদ্যোগে প্রায় ৫০০ জন পেশাজীবীর অংশগ্রহণে দেশের সর্ববৃহৎ গণমাধ্যম পেশাজীবীদের আড্ডা রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ মার্চ) দুপুর ৩ টা থেকে রাত ৯ টা পর্যন্ত মিডিয়া প্রফেশনালদের এই মিলনমেলায় টেলিভিশন থেকে ১০১ জন সাংবাদিক, পত্রিকা থেকে ১৫৬ জন সাংবাদিক, অনলাইন থেকে ১৩৬ জন সাংবাদিক এবং ৭৭ জন জনসংযোগ কর্মী ও মিডিয়া প্রফেশনাল অংশগ্রহণ করেছেন।

দুপুর ৩ টা থেকে ৩.১৫ রেজিস্ট্রেশন, ৩.১৫ থেকে বিকাল ৫ টা পরিচিতি ও মতবিনিময় সভা, বিকাল ৫ টা থেকে সন্ধ্যা ৬.৩০ পিঠা উৎসব, সন্ধ্যা ৬.৩০ থেকে রাত ৮.৩০ সাংস্কৃতিক অনুষ্ঠান, ৮.৩০ থেকে ৯ টা র্যাফেল ড্র এবং সবশেষে ডিনার এর মাধ্যমে আয়োজন শেষ হয়।

এ আয়োজনে ছিলো ইভ্যালি এর অঙ্গপ্রতিষ্ঠান ইফুডের সৌজন্যে রাতের ডিনার, খন্দকার টি’র সৌজন্যে আনলিমিটেড চা-কফি, সাংবাদিক নুরুল ইসলাম হাসিবের সৌজন্যে ২৫ কেজি মিষ্টি এবং আয়োজক বাংলাদেশ মিডিয়া প্রফেশনালস কমিউনিটির নিজস্ব আয়োজনে পাটিসাপটা, নারিকেল পুলি, মালপোয়া, নকশি পিঠা, কুসুম কুলি, ঝাল জামাই ও ঝাল চিতই সহ ১,২০০ পিঠা।

রাফেল ড্র গিফট হিসেবে ২৪টিকিট.কম এর সৌজন্যে ঢাকা-কক্সবাজার-ঢাকা কাপল এয়ার টিকেট, কাজলা এন্টারপ্রাইজ এর সৌজন্যে ২৪ ইঞ্চি রঙিন টেলিভিশন, ওয়েট মিটার, ফ্লাক্স, পাহাড়ি দেয়াল ঘড়ি, হটপট, হট ক্যারিয়ার, হট টিফিন বক্সসহ ১০ টি গিফট আইটেম, বেসরকারি বিশ্ববিদ্যালয় এসোসিয়েশনের জনসংযোগ ডিরেক্টর মো বেলাল আহমেদ এর সৌজন্যে প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে কাপল বাফেট ডিনার, ইয়ন গ্রুপের সৌজন্যে ইয়ন বাজারের ছয় হাজার টাকার গিফট কুপন সহ ছিলো অনেক আকর্ষণীয় নানা গিফট।

কমন গিফট হিসেবে সবার জন্য ছিলো নিটল টাটার সৌজন্যে কার্ড হোল্ডার, ক্যাপ্টেন্স অটো’র সৌজন্যে চাবির রিং এবং বাংলাদেশে মিডিয়ার প্রফেশনালস কমিউনিটির সৌজন্যে সম্মাননা ক্রেস্ট।

এছাড়া ছিলো ভেন্যু কৃষিবিদ ইনস্টিটিউশনের সৌজন্যে, প্রিন্টিং সহযোগী প্রিন্ট ভ্যালি ও একেবি প্রিন্টার্স, ফটোগ্রাফি পার্টনার হিসেবে নিজল ক্রিয়েটিভ ফটোগ্রাফি।

মতবিনিময় সভায় সংগঠনটির সমন্বয়ক কৃষিবিদ সালেহ মোহাম্মদ রশীদ অলক বলেন, বাংলাদেশ মিডিয়া প্রফেশনাল’স কমিউনিটি গণমাধ্যম কর্মী, জনসংযোগ কর্মকর্তা ও গণমাধ্যম সংশ্লিষ্ট পেশাজীবিদের সংগঠন।

“মিডিয়া প্রফেশনালদের নিজেদের মাঝে পেশাগত প্রয়োজনে যোগাযোগ, সুসম্পর্ক তৈরি ও পেশাগত ন্যায্য দাবি প্রতিষ্ঠায় আমরা কাজ করে যাব। করোনাকালে সম্মুখসারির যোদ্ধা মিডিয়াকর্মীদের জন্য আমরা অন-স্পট রেজিষ্ট্রেশন ও করোনা ভ্যাকসিন প্রদানসহ নানাভাবে পাশে থাকার চেষ্টা করেছি এবং আগামীতেও থাকবো ইনশাল্লাহ।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × four =

Back to top button