দেশে ২৪ ঘণ্টায় ২৩২ পুলিশ করোনায় আক্রান্ত
প্রাণঘাতী করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২৩২ পুলিশ সদস্য আক্রান্ত হয়েছেন। তবে সুস্থ হয়ে ৫৭ জন পুলিশ বাসায় ফিরে গেছেন। আর এখন পর্যন্ত ৫ জন পুলিশ কর্মকর্তা প্রাণ হারিয়েছেন।
শনিবার (২ মে) দুপুরে পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়।
সেখানে বলা হয়, শুরু থকে এ পর্যন্ত ৭৪১ জন পুলিশ করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৩৫৬ জন রয়েছেন। কোয়ারেন্টাইনে আছেন ১ হাজার ২৫০ জন, আইসলোশনে আছেন ১৭৪ জন। এছাড়া, পাঁচ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের সহকারী উপমহাপরিদর্শক (এআইজি মিডিয়া) সোহেল রানা বলেন, ‘দেশের জনগণের জন্য পুলিশ সদস্যরা প্রথম থেকেই এ ভাইরাস মোকাবিলা কাজ করছেন। তারা নিজেদের জীবনবাজী রেখে জনসেবা করে যাচ্ছেন। ফলে পুলিশ সদস্যরা আক্রান্ত হচ্ছেন, মারাও যাচ্ছেন। দায়িত্ব পালন করতে গিয়ে যে পুলিশ সদস্যরা মারা যাচ্ছেন তাদের পরিবারকে যেন আর্থিকভাবে অসুবিধার সম্মুখীন হতে না হয় সেজন্য পুলিশের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে।