Lead Newsস্বাস্থ্য ও চিকিৎসা
দেড় ঘন্টায় জানা যাবে করোনা টেস্টের ফল
এখন থেকে ৯০ মিনিটেই জানা যাবে করোনা পরীক্ষার ফল। লন্ডনের ইম্পেরিয়াল কলেজের বিজ্ঞানীদের এক গবেষণায় দেখা গেছে, যুক্তরাজ্যের তৈরি ‘ল্যাব-অন-এ-চিপ’ বর্তমান পরীক্ষাগুলির থেকে দ্রুত ফলাফল পাওয়া যাচ্ছে। বিশেষ কোন পরীক্ষাগার ছাড়াই মাত্র ৯০ মিনিটেই জানা যাচ্ছে কোভিড-নাইন্টিনের ফল।
একই সঙ্গে ওই চিপটি করোনাভাইরাস সংক্রমণ সঠিকভাবে নির্ণয় করতে সক্ষম বলে দাবি করছেন বিশেষজ্ঞরা। এরইমধ্যে কিটটি লন্ডনরে আটটি ন্যাশনাল হেল্থ সার্ভিসে করোনা রোগী শনাক্তে ব্যবহৃত হচ্ছে।
যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক বলেছেন, শীতকাল শুরুর আগে এই ধরনের পরীক্ষা অত্যন্ত উপকারী এর মাধ্যমে করোনার পাশাপাশি ফ্লুও সনাক্ত করা সম্ভব হবে। ‘নুজব্ক্স’ মেশিন নিতে ইতিমধ্যে বেশ কিছু অর্ডার করেছে ব্রিটেন। তবে ওই একটি মেশিন দিয়ে দিনে মাত্র ১৬টি পরীক্ষা করা সম্ভব।