দেশবাংলা

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঢাকামুখী যাত্রীর চাপ বেড়েছে

করোনাভাইরাস পরিস্থিতিতে লঞ্চ চলাচল বন্ধ থাকায় যাত্রীরা ফেরি দিয়েই নদী পার হচ্ছেন। গাদাগাদি করে রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে একেকটি ফেরিতে ১০০-১৫০ জন যাত্রী নদী পর হচ্ছেন। মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। ফলে ফেরি পারাপারে রয়েছে করোনা ঝুঁকি।

শনিবার (৯ মে) ভোর থেকেই এই নৌরুটে যাত্রীর চাপ চোখে পড়ে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রীর চাপ আরও বেড়ে যায়।

ঘাটে কথা হয় গার্মেন্টসকর্মী রেহেনা পারভীনের সঙ্গে। তিনি বলেন, ‘আমি গাজীপুর যে গার্মেন্টসে চাকরি করি সেটা অনেক আগেই খুলেছে। আমি করোনার ভয়ে প্রথম দিকে যেতে অস্বীকৃতি জানাই। কিন্তু কর্তৃপক্ষ বলেছে ১০ তারিখের মধ্যে কর্মস্থলে না গেলে চাকরি থাকবে না। কোনো উপায় না পেয়ে অবশেষে চাকরি বাঁচাতে ছুটছি।’

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাটের শাখা ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ রনি বলেন, করোনার কারণে এই নৌরুট দিয়ে পাঁচটি ফেরি চলছে। এরমধ্যে দুটি বড় ও তিনটি ছোট। এগুলো শুধু জরুরি যানবাহন পার করার জন্য। লঞ্চ বন্ধ থাকায় সবাই ফেরিতে করেই নদী পার হচ্ছে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 − 5 =

Back to top button