পাকিস্তান সফরে বাংলাদেশ দলের সঙ্গে যেতে রাজি না হলে জিম্বাবুয়ের বিপক্ষে আজকের দ্বিতীয় ওয়ানডের দলে জায়গা হারাবেন মুশফিকুর রহিম। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে তাকে পরিষ্কারভাবে বার্তা দেয়া হয়েছে। তারপরও পাকিস্তান সফরে না যাওয়ার বিষয়ে নিজের সিদ্ধান্তে অটল আছেন মি. ডিপেন্ডেবল।
সোমবার মুশফিকের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও কোচ রাসেল ডমিঙ্গো। বৈঠকে মুশফিককে সাফ জানিয়ে দেয়া হয়েছে পাকিস্তান যেতে রাজি না হলে জিম্বাবুয়ের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজে একাদশে জায়গা হারাবেন তিনি। ক্রিকবাজের এক প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে।
যদিও সে বৈঠকে মুশফিকের পক্ষে সাফাই গেয়েছেন কোচ ডমিঙ্গে। এসময় তিনি, চলমান সিরিজে সিনিয়র ক্রিকেটারদের প্রযোজনীয়তা তুলে ধরেন।
বৈঠকের পর মিনহাজুল আবেদীন নান্নু বলেন, আমরা মুশফিকের সঙ্গে বৈঠক করেছি। পাকিস্তানে যাবে না বলে সে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। যদিও একাদশ থেকে বাদ দেয়ার বিষয়ে কিছু বলেননি তিনি।
পারিবারিক কারণে প্রথম দুই দফায় পাকিস্তান সফরে যাননি মুশফিকুর রহিম। আগামী এপ্রিলে তৃতীয় দফার সফরে পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট ও একমাত্র ওয়ানডে খেলবে বাংলাদেশ।