জাতীয়
দ্বিতীয় দিনে সারাদেশে ভ্যাকসিন নিয়েছে ৪৬,৫০৯ জন
গত ২৭ শে জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে টিকাদান কর্মসূচি উদ্বোধন করলেও গণটিকাদান শুরু হয় রোববার থেকে। সারাদেশে গণ টিকাদান কর্মসূচি শুরুর দ্বিতীয় দিনে আজ সোমবার ভ্যাকসিন নিয়েছেন ৪৬ হাজার ৫০৯ জন। এর মধ্যে ঢাকায় নিয়েছেন ৭১৭৮ জন। সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়। প্রথম দিন টিকা নিয়েছিলেন ৩১,১৬০ জন। এর মধ্যে ঢাকায় নেন ৫ হাজার ৭১ জন। দ্বিতীয় দিনে ঢাকাসহ সারা দেশেই টিকা নেয়ার হার বেড়েছে। একইসঙ্গে বেড়েছে নিবন্ধনও।