দেশবাংলা

ধনাঢ্য পরিবারের মেয়েরাই নাসিরের টার্গেট

ধনাঢ্য পরিবারের মেয়েদের টার্গেট করে ভিন্ন ভিন্ন পরিচয়ে প্রতারণা চালিয়ে আসছিলেন পাবনার নাসির উদ্দিন বুলবুল। ব্যবহার করতেন একেক সময় একেক পরিচয়। কখনো এসএসএফ’র সহকারী পরিচালক আবার কখনো বড় কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা।  

বাংলাভাষায় একটি প্রবাদ আছে “চোরের ১০দিন গ্রিহস্তের একদিন”। পাবনার নাসিরেরও হল সেই হাল! এক মেয়ের বাবার সঙ্গে এসএসএফ কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করতে গিয়ে ধরাশায়ী হলেন তিনি। সঙ্গে তার সহযোগী মনির হোসেনকেও আটক করেছে পুলিশ।

রোববার সকালে গণভবন এলাকা থেকে তাদের আটক করা হয়। প্রতারণার অভিযোগে শেরেবাংলা নগর থানায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। 

তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) হারুন অর রশিদ তার নিজ কার্যালয়ে সংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, নাসির আসলে একজন প্রতারক। তিনি নিজেকে কখনো এসএসএফ’র সহাকারী পরিচালক, আবার কখনো নামি-দামি কোম্পানির কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করতেন।

নিজের বিলাসবহুল জীবন বোঝানোর জন্য একেকদিন একেক পোশাক পরিধান করতেন। ভিন্ন ভিন্ন কোম্পানীর দামি দামি ঘড়ি ব্যবহার করতেন। এমন পোশাক-আশাক ব্যবহার করে উচ্চবিত্ত পরিবারের মেয়েদের ফাঁদে ফেলে তাদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন নাসির। এক মেয়ের বাবার সঙ্গে এসএসএফ কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করার সময় তাকে আটক করা হয়। 

তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসা করলে আরো তথ্য পাবেন বলে সাংবাদিকদের বলেন ডিসি হারুন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + 15 =

Back to top button