প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে কয়েকটি মূলনীতি নিয়ে বাংলাদেশ রাষ্ট্রের গোড়াপত্তন করেছিলেন তার মধ্যে অন্যতম একটি হলো ধর্মনিরপেক্ষতা। এই মূলনীতি থেকে আমাদের দেশ কোনোভাবেই সরে যেতে পারে না। কারণ তাতে করে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়।
গতকাল মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে ইয়াং বাংলা আয়োজিত ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’ প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন সজীব ওয়াজেদ জয়। ভার্চুয়াল মাধ্যমে হওয়া এই অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন ডা. নুজহাত চৌধুরী। দেশকে এগিয়ে নিতে বিভিন্ন উদ্যোগ নেওয়ার পুরস্কার হিসেবে অনুষ্ঠানে ৩০ তরুণ সংগঠককে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড প্রদান করেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা।
সজীব ওয়াজেদ জয় বলেন, আমাদের দেশে ধর্মের নামে বিভক্তি তৈরি করার চেষ্টা করছে কিছু মানুষ। আশাকরি, তরুণরা সেসব অপচেষ্টা রুখে দেবে। মনে রাখতে হবে, আমরা যে ধর্মেরই হই না কেন, দিনশেষে আমরা সবাই বাঙালি। এটাই আমাদের অন্যতম প্রধান পরিচয়। দেশকে এগিয়ে নিতে হলে তাই ‘ধর্মনিরপেক্ষতা’ নামক মূলনীতির কোনো বিকল্প নেই।