ধর্ম অবমাননার দায়ে লাহোরে খ্রিস্টান যুবকের মৃত্যুদণ্ড
পাকিস্তানের লাহোরে ধর্ম অবমাননার দায়ে এক খ্রিস্টান যুবকের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন একটি আদালত। মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত যুবকের নাম আসিফ পারভেজ (৩৭)।
আলজাজিরা এক প্রতিবেদনে জানায়, আসিফে বিরুদ্ধে কর্মস্থলের তাঁর এক ঊর্ধ্বতন কর্মকর্তাকে ধর্মীয় অবমাননাকর বার্তা পাঠানোর অভিযোগ রয়েছে। আইনজীবী সাইফ-উল-মুলুক জানিয়েছেন, ২০১৩ সাল থেকেই বন্দি রয়েছেন আসিফ। আজ মঙ্গলবার আদালত আসিফের সাক্ষ্য বাতিল করে মৃত্যুদণ্ডের আদেশ দেন।
এর আগে আদালতে এক শুনানিতে আত্মপক্ষ সমর্থনকালে আসিফ দাবি করেন, তাঁকে ধর্মান্তরিত করার চেষ্টা করছিলেন ঊর্ধ্বতন কর্মকর্তা মুহাম্মদ সাইদ খোখার। এ প্রস্তাবে রাজি না হওয়ার পরই তাঁর বিরুদ্ধে ধর্ম অবমাননাকর বার্তা পাঠানোর অভিযোগ আনা হয়। তবে আসিফের ওই দাবি অস্বীকার করেছেন মুহাম্মদ সাইদ।
পাকিস্তানে ধর্ম অবমাননার আইনে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে অপমান করলে আবশ্যক মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। এ ছাড়া ইসলাম ধর্ম, পবিত্র কোরআন মাজিদ বা সম্মানিত কোনো ব্যক্তিকে অপমান করলেও কঠোর শাস্তির ব্যবস্থা রয়েছে।