ক্রিকেটখেলাধুলা

ধর্ষণের বিরুদ্ধে সাকিব আল হাসানের দৃঢ় অবস্থান

সারাদেশে ঘটতে থাকা একের পর এক বর্বরোচিত ধর্ষণের ঘটনা ভেঙে দিয়েছে জনগণের ধৈর্যের বাঁধ। নারী নির্যাতন ও ধর্ষণের মত জঘন্য অপরাধের অপরাধীদের বিরুদ্ধে কঠোর শাস্তির বিচার চেয়ে গর্জে উঠেছে বাংলাদেশের জনগণ। সম্প্রতি সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণ ও নোয়াখালীতে গৃহবধূকে নির্যাতনের ঘটনার প্রতিবাদে আজ এক হয়েছে পুরো বাংলাদেশ। সমাজের এই নৈতিক অবক্ষয়ের প্রতিকার চেয়ে সবার সঙ্গে শামিল হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানও।

নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদমূলক পোস্টে ফেসবুকে সাকিব লিখেছেন, ‘ অসাধারণ একজন নারীর ছেলে আমি। জীবনে চলার পথে স্ত্রী হিসেবে পেয়েছি অপূর্ব একজন নারীকে। দারুণ একজন নারীর ভাই আমি আর ফুটফুটে দুই কন্যা সন্তানের বাবা। এক শ্রেণির বর্বর মানুষ বয়স, ধর্ম ও বর্ণ নির্বিশেষে নারী ও শিশুদের প্রতি প্রতিদিনই যে জঘন্য অন্যায় করছে এরপর আমি আর চুপ থাকতে পারিনা। আমার অবস্থান তাই সব ধরনের ঘৃণা ও সহিংসতার বিরুদ্ধে। একে অপরের অধিকার রক্ষা ও আদায়ের জন্য আমাদের চালিয়ে যেতে হবে লড়াই, ঠিক যেভাবে আমাদের অধিকার নিশ্চিত করতে লড়েছিলেন আমাদের মুক্তিযোদ্ধারা।’

‘আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে এই নৈতিক অবক্ষয়ের বিরুদ্ধে লড়াই করি এবং আমাদের নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করি যাতে তারা স্বপ্ন দেখতে পারে এবং নির্ভয়ে তাদের জীবনযাপন করতে পারে। মনে রাখবেন, আজকে আমরা যদি এই বর্বর এই আচরণ ও মানসিকতার বিরুদ্ধে রুখে না দাঁড়াই, তবে একদিন আমাদের প্রিয়জনদের একজন হতে পারে এই নির্মমতার ভুক্তভোগী।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − 3 =

Back to top button