Lead Newsনগরজীবন

ধানমন্ডি-২৭ গ্যাসলাইন লিকেজের জন্য তিতাস গ্যাসই দায়ীঃ ডিএসসিসি

ধানমন্ডি-২৭ এ গ্যাসলাইন লিকেজের যে ঘটনা ঘটেছে তার জন্য তিতাস গ্যাস পুরোপুরি দায়ী বলে উল্লেখ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

‘ধানমন্ডি-২৭ নম্বর সড়কে গ্যাস লাইন লিকেজের ঘটনায় ‘তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড’ কর্তৃপক্ষ আপাদমস্তক দায়ী। তিতাস গ্যাসের দায়িত্বজ্ঞানহীন আচরণ ও অসহযোগিতার ফলে এ দুর্ঘটনা ঘটেছে। শুধু তাই নয়,ঘটনা পরম্পরায় গণমাধ্যমে বিকৃত তথ্য উপস্থাপনের মাধ্যমে নিজেদের দায় এড়িয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে দোষারোপ করার মাধ্যমে জনগণের প্রতি জবাবদিহিতা প্রদর্শনের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করার অপপ্রয়াস লক্ষণীয়।’ শনিবার (১০ অক্টোবর)ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন-ডিএসসিসি’র পাঠানো এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে।

বিবৃতিতে ডিএসসিসি বলেছে, ‘তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড’ কর্তৃপক্ষের এই হীন প্রয়াসের সঙ্গে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সম্পূর্ণরূপে দ্বিমত পোষণ করছে এবং ঘটনার আদ্যোপান্ত ও দুর্ঘটনা পরবর্তী ঘটনাপ্রবাহ উপস্থাপনের মাধ্যমে গণমাধ্যমের বরাতে ঢাকাবাসীকে সত্য তুলে ধরার দায়িত্ব অনুভব করছে।

বিবৃতিতে আরও বলা হয়, বস্তুত, ডিএসসিসির আওতাধীন ধানমন্ডি ২৭ নম্বর সড়কের রাপা প্লাজার সামনের অংশে দক্ষিণ সিটি করপোরেশনের চলমান উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের সময় শুক্রবার (৯ অক্টোবর) ভোর আনুমানিক সাড়ে ৪টায় এই গ্যাস লাইন লিকেজ হয়। পরবর্তীতে তিতাস গ্যাস কর্তৃপক্ষকে তা অবহিত করা হলে তারা ব্লেইম গেমে মেতে ওঠে ও গণমাধ্যমে বিকৃত তথ্য সরবরাহের অপচেষ্টা করে। তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের মতো একটি দায়িত্বশীল সংস্থা হতে এ ধরনের আচরণ ও বক্তব্য দায়িত্ব এড়ানোর নামান্তর।

এ অবস্থায় সার্বিক তথ্য-উপাত্ত বিশ্লেষণ এবং কাগজপত্র পর্যালোচনা করে ডিএসসিসি দেখতে পায় যে, এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার জন্য তিতাস গ্যাস কোম্পানি লিমিটেড শতভাগ দায়ী এবং গণমাধ্যমে বিকৃত তথ্য সরবরাহের মাধ্যমে তিতাস গ্যাস কর্তৃপক্ষ চূডান্তভাবে দায়িত্বজ্ঞানহীন ভূমিকায় অবতীর্ণ হয়েছে, যা কোনোভাবেই কাম্য হতে পারে না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × one =

Back to top button