ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরছে জার্মানি
প্রায় এক মাস ধরে করোনা সংকটের কারণে কড়াকড়ির পর সংক্রমণের হার কমার ফলে জার্মানিতে কিছু বিধি নিয়ম শিথিল করা হচ্ছে। দেশজুড়ে প্রায় ৮০০ বর্গ মিটার আয়তনের চেয়ে ছোট দোকানপাট খোলা হচ্ছে।
গাড়ি, সাইকেল ও বইয়ের দোকানের ক্ষেত্রে আয়তন সংক্রান্ত কোনো শর্ত আরোপ করা হচ্ছে না৷ তবে এসব দোকানে প্রবেশ করতে হলে কিছু কড়া নিয়ম মেনে চলতে হবে। খবর ডয়চে ভেলের।
অন্যদিকে, রেস্তোঁরা, বার, জিম এগুলো সব বন্ধই থাকছে এবং সরকার নাগরিকদের মুখে মাস্ক পরে চলাফেরার ওপর জোর দিচ্ছে। জনজীবন ধীরে ধীরে স্বাভাবিক করে তোলার এ উদ্যোগে সংক্রমণের ঝুঁকি এড়াতে মানুষের মধ্যে ব্যবধান বজায় রেখেই সব পদক্ষেপ নেয়া হচ্ছে৷
সংক্রমণের হার ধারাবাহিকভাবে কমায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে বলে জার্মান রাজনীতিবিদরা মনে করছেন৷ এখন বিধিনিষেধ শিথিলের পর এর প্রভাব খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত নেবে সরকার৷
অর্থনীতিতে অচলাবস্থা কাটাতেই আপাতত এ ছাড় দেয়া হচ্ছে। সংক্রমণের হার বেড়ে গেলে হয়ত সরকারকে আবার পিছিয়ে যেতে হতে পারে।
জার্মান চ্যান্সেলার আঙ্গেলা ম্যার্কেল নিজে বিধি নিষেধ শিথিল করার সিদ্ধান্ত সত্ত্বেও কোনো উচ্ছ্বাস দেখাচ্ছেন না। তার মতে, এই সাফল্য অত্যন্ত নাজুক। নর্থরাইন ওয়েস্টফেলিয়া রাজ্যের মুখ্যমন্ত্রী আরমিন লাশেট বলেন, একেবারে স্বাভাবিক জীবনযাত্রায় ফিরতে আরো অনেক সময় লাগবে। এমনকি কিছু কড়াকড়ি ২০২১ সাল পর্যন্ত কার্যকর থাকতে পারে বলে তিনি মনে করেন।