তথ্যপ্রযুক্তি

নতুনরূপে ফেসবুক

সামাজিক যোগাযোগের জনপ্রিয় প্লাটফর্ম ফেসবুক কম্পিউটার ভার্সনে পুরনো ডিজাইন বদলে নতুনরূপে আসছে।

ক্ল্যাসিক বা পুরনো সংস্করণকে বাদ দিয়ে ডেস্কটপের জন্য আসছে ফেসবুকের নতুন সংস্করণ।

এখন ল্যাপটপ বা ডেস্কটপ থেকে লগইন করলে ফেসবুক আপডেট করে নেয়ার জন্য পপ-আপ নোটিফিকেশন পাচ্ছেন প্রায় সব ব্যবহারকারী। আর সেপ্টেম্বরে ক্ল্যাসিক সংস্করণ পুরোপুরিভাবে বিদায়ের বার্তা দেয়া হচ্ছে। অর্থাৎ সেপ্টেম্বর থেকে সবাইকেই নতুন সংস্করণ ব্যবহার করতে হবে।

যদিও ফেসবুকের মোবাইল সংস্করণে এরই মধ্যে ডার্ক মুড চালু আছে। এখন থেকে ডেস্কটপ সংস্করণের ব্যবহারকারীরা চাইলেও নোটিফিকেশন আইকনের পাশে থাকা অপশন থেকে ডার্ক মুড চালু করতে পারবেন। এছাড়া যারা এখনও ফেসবুকের নতুন সংস্করণ পছন্দ করছেন না, তারা অপশনে গিয়ে পুরনো সংস্করণ ব্যবহার করতে পারবেন। তবে সেপ্টেম্বর পর্যন্ত থাকছে এ সুযোগ।

ফেসবুক বলছে, ব্যবহারকারীদের আরও উন্নত অভিজ্ঞতা দিতে ক্ল্যাসিক সংস্করণকে বিদায় জানাচ্ছে তারা। নতুন সংস্করণে ফেসবুক দ্রুত লোড হবে। এছাড়া থাকবে ডার্ক মুড ব্যবহারের সুযোগ, যার ফলে ব্যবহারকারীর চোখের ওপর চাপ কম পড়বে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine + 20 =

Back to top button