শোবিজ
‘নন্দিনী’র প্রমোশন; নয়নতারা ফিল্মস ও পেপার রাইমের মধ্যে চুক্তি
বিজ্ঞাপনী সংস্থা পেপার রাইম ও প্রযোজনা প্রতিষ্ঠান নয়নতারা ফিল্মসের মধ্যে ঢাকায় একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
নয়নতারা ফিল্মস ও পেপার রাইমের কর্মকর্তারা তাদের স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে সম্প্রতি এ চুক্তিতে স্বাক্ষর করেন। আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়।
এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘নন্দিনী’ চলচ্চিত্রের পরিচালক সোয়াইবুর রহমান রাসেল, নয়নতারার পক্ষে ইমাম হাসান, অভিনেতা আজম খান, বিজ্ঞাপনী সংস্থা পেপার রাইমের ব্যবস্থাপনা পরিচালক জনাব এ জেড এম সাইফ, সজীব বসাক এবং ক্রিয়েটিভ ডিরেক্টর নিলয় মজুমদার।
চুক্তি অনুযায়ী, পেপার রাইম নয়নতারা লিমিটেডের নির্মাণাধীন প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নন্দিনী’র প্রমোশনের জন্য কাজ করবে।