আন্তর্জাতিককরোনাভাইরাসবিচিত্র
নবজাতকের নাম ‘লকডাউন’
মহামারি নভেল করোনাভাইরাসের আতঙ্কে রয়েছে পুরো বিশ্ব। আর এই অস্থির সময়ের স্মৃতিকে ধরে রাখতে এক দম্পতি তাঁদের সদ্যোজাত সন্তানের নাম রাখলেন ‘লকডাউন’।
মহামারি নভেল করোনাভাইরাসের আতঙ্কে রয়েছে পুরো বিশ্ব। আর এই অস্থির সময়ের স্মৃতিকে ধরে রাখতে এক দম্পতি তাঁদের সদ্যোজাত সন্তানের নাম রাখলেন ‘লকডাউন’।
সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানিয়েছে, ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে।
গত সোমবার মধ্যপ্রদেশের শেওপুর জেলার বাচেরি গ্রামে একটি পুত্রসন্তানের জন্ম দেন মঞ্জুমাইল নামের এক নারী। ছেলের কী নাম রাখা হবে, জানতে চাইলে নার্সকে তিনি জানিয়ে দেন ছেলের নাম রাখবেন ‘লকডাউন’।
অবাক নার্স আবার জিজ্ঞেস করলে মঞ্জুমাইল জানান, লকডাউনই তো সবার বাঁচার রাস্তা দেখাচ্ছে। তাই ছেলের নাম তিনি ‘লকডাউন’ রাখবেন যাতে, এই কঠিন সময়কে কেউ ভুলে না যায়।
প্রসঙ্গত, এর আগে এক দম্পতি তাঁদের সদ্যোজাত যমজ সন্তানের নাম রাখেন করোনা আর ভাইরাস। এবার সেই পথে হেঁটে মঞ্জুমাইল সদ্যোজাতের নাম রাখলেন লকডাউন।