Lead Newsআন্তর্জাতিক

নভেম্বরে শুরু হবে পারমাণবিক আলোচনাঃ ইরান

২০১৫ সালে স্বাক্ষরিত পারমাণবিক চুক্তি পুনরুজ্জীবিত করতে ছয় বিশ্ব শক্তির সঙ্গে তেহরানের আলোচনা নভেম্বরে শুরু হবে বলে জানিয়েছেন ইরানের শীর্ষ পারমাণবিক আলোচক।

বুধবার ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ শেষে এক টুইট বার্তায় এই তথ্য জানান আলি বাগেরি কানি। আলোচনা শুরুর নির্দিষ্ট তারিখ আগামী সপ্তাহে ঘোষণা করা হবে।

তিন বছর আগে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্র ওই চুক্তি থেকে বেরিয়ে গিয়ে ইরানের ওপর এককভাবে নিষেধাজ্ঞা আরোপ করে। চুক্তিটি ফের সক্রিয় করতে গত এপ্রিলে আলোচনা শুরু হয়। কিন্তু জুনে ইরানের কট্টরপন্থী প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নির্বাচিত হওয়ার পর আলোচনা স্থগিত হয়ে যায়। তেহরানে নতুন প্রশাসন দায়িত্ব নিয়ে আলোচনা এগিয়ে নেবে বলে তখন জানায় ইরান।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মতোই নতুন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিও চান ফলপ্রসু আলোচনা। ট্রাম্পের চাপের প্রতিক্রিয়ায় ইরান ধীরে ধীরে পারমাণবিক চুক্তির শর্ত থেকে ফিরে আসতে শুরু করে। পশ্চিমা শক্তিগুলো তাদের চুক্তি মেনে চলার তাগিদ দিতে থাকে।

ভিয়েনায় ছয় দফা আলোচনার পর এখনও তেহরান ও ওয়াশিংটনের মতবিরোধ রয়েছে। পারমাণবিক সীমা কোন পর্যন্ত তেহরান মানবে আর ওয়াশিংটন কোন নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে তা নিয়ে অচলাবস্থা চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × one =

Back to top button