নারায়ণগঞ্জে করোনা ল্যাব চান শামীম ওসমান
নারায়ণগঞ্জেই করোনাভাইরাস শনাক্ত করতে ল্যাব স্থাপনের দাবি জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগদলীয় সংসদ সদস্য শামীম ওসমান।
তিনি বলেছেন, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নারায়ণগঞ্জে দিনে দিনে মৃত্যুর সংখ্যা ও আক্রান্তের সংখ্যা বাড়ছে। আক্রান্ত রোগীদের নারায়ণগঞ্জে চিকিৎসা দেওয়া হবে। চারটি সংস্থার মাধ্যমে, চারটি প্রাইভেট ক্লিনিকে নমুনা সংগ্রহ হবে।
আজ শনিবার বিকেলে এক ভিডিও বার্তায় শামীম ওসমান এ কথা বলেন।
শামীম ওসমান বলেন, নারায়ণগঞ্জে একটি প্রাইভেট মেডিকেল কলেজ আছে প্রোএকটিভ মেডিক্যাল নামে। এই মেডিকেল কলেজে নয়টি আইসিইউ আছে, অক্সিজেনের ব্যবস্থা আছে, ২৫০ বেড আছে। নবনির্মিত নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ভবন যেটা আছে বর্তমানে খালি আছে। এখানে ৫০ টি বেড দেওয়া আছে। এটাতেও কার্যক্রম চালানোর আহ্বান জানান তিনি।
শামীম ওসমান বলেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও সিভিল সার্জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্ত হয়েও বীরের মতো সেবা দিয়ে যাচ্ছেন, টেলিফোনের মাধ্যমে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন।