নারীদের জন্য সবচেয়ে বাসযোগ্য দেশ নরওয়ে
নারীদের জন্য সবচেয়ে বাসযোগ্য দেশ কোনটি- তা নিয়ে প্রশ্ন আছে অনেকের মনে। সম্প্রতি এ বিষয়ে একটি গবেষণা চালিয়েছে নরওয়ের সবচেয়ে বাসযোগ্য দেশের একদল গবেষক। এই গবেষণার ফলাফলে উঠে এসেছে, জীবনমানের দিক থেকে এগিয়ে থাকার ক্ষেত্রে নারীদের জন্য সর্বোত্তম দেশের তালিকায় শীর্ষে রয়েছে নরওয়ে।
কর্মসংস্থান, নিরাপত্তা, রাজনীতিতে অংশগ্রহণ ও ব্যাংকে লেনদেনে নারীদের ভূমিকা নিয়ে বিশ্বের ১৬৭ দেশ থেকে তথ্য সংগ্রহ করে এই গবেষণা করেছেন গবেষকরা।
এ বিষয়ে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ‘জাপানিজ টাইমসে’ প্রকাশিত এক খবরে বলা হয়েছে, কর্মসংস্থান, নিরাপত্তা, রাজনীতিতে অংশগ্রহণ ও ব্যাংকে লেনদেনে নারীদের ভূমিকা নিয়ে বিশ্বের ১৬৭ দেশের তথ্য অনুয়ায়ী একটি তালিকা তৈরি করেছেন গবেষকরা। যেখানে অর্থনৈতিক উন্নয়নে নারীদের অংশগ্রহণ ও তাদের জন্য নিরাপদ পরিবেশ সৃষ্টিতে ভূমিকা রাখায় নরওয়ে সর্বোচ্চ নম্বর পেয়েছে।
নারীদের জন্য উন্নত জীবনমানের দিক থেকে নরওয়ের পরেই আছে সুইজারল্যান্ড। এছাড়া তৃতীয় ও চতুর্থ স্থানে আছে যথাক্রমে ফিনল্যান্ড ও ডেনমার্কের নাম।
অপরদিকে এই তালিকায় সবচেয়ে নিচের দিকে রয়েছে দক্ষিণ সুদান, পাকিস্তান, সিরিয়া, আফগানিস্তান ও ইয়েমেন।