ভারতের কট্টরপন্থী হিন্দুরা ডোনাল্ড ট্রাম্পের জন্য পূজায় বসেছেন। চলমান মার্কিন নির্বাচনে প্রেসিডেন্ট পদে ট্রাম্পকে জয়ী করতেই এমন পূজার আয়োজন।
বুধবার দিল্লিতে ডানপন্থী শিবসেনার সদস্যরা ট্রাম্পের বিজয় কামনায় এই পূজার আসর বসান।
বিবিসি জানায়, ফুল চন্দন দিয়ে ডোনাল্ড ট্রাম্পের বিজয় কামনা করছেন পূজারীরা।
ছবিতে ফুল চন্দন এর পাশাপাশি ট্রাম্পের ছবি ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি প্রদর্শন করতে দেখা যায়।
ডোনাল্ড ট্রাম্প নিজেকে ভারতের অকৃত্রিম বন্ধুত্ব হিসেবে দাবি করেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও একই রকম দাবি করে থাকেন। দুজনের মধ্যে আছে বেশ সখ্যতাও।
যদিও গত কয়েকদিন আগে পরিবেশ বিষয়ক এক আলোচনায় ডোনাল্ড ট্রাম্প ভারতকে নোংরা দেশ হিসেবে আখ্যায়িত করেছিলেন।
তিনি বলেছিলেন, পরিবেশ দূষণের দিক থেকে চীন ও ভারত অত্যন্ত নোংরা দেশ। এরপর ভারতের প্রতিক্রিয়া পাওয়া যায়নি অবশ্য।